Park Street Hotel Update: উধাও বিছানার চাদর, পার্ক স্ট্রিটের হোটেলে কীভাবে খুন যুবক? এখনও অধরা দুই সঙ্গী

Last Updated:
শুক্রবার রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেলে উদ্ধার হয় যুবকের দেহ৷
শুক্রবার রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেলে উদ্ধার হয় যুবকের দেহ৷
পার্ক স্ট্রিটের হোটেলে যুবককে খুনের ঘটনায় এখনও অধরা মৃতের দুই অভিযুক্ত সঙ্গী৷ রাহুল লাল নামে ওই মৃত যুবকের হত্যা রহস্যের কিনারা করতে নেমে ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের৷ প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, বিছানার চাদর গলায় পেঁচিয়েই ওই যুবককে খুন করা হয়৷ কারণ হোটেলের যে ঘরে যুবককে খুন করা হয়, সেই ঘরের বিছানার চাদরের খোঁজ মিলছে না৷
পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের জন্যই বিছানার চাদর সঙ্গে নিয়ে পালিয়েছে মৃত যুবকের দুই সঙ্গী৷ পুলিশ আরও জানতে পেরেছে, রাহুলের দাদার পরিচয়পত্র দিয়ে ওই হোটেলের ঘর বুক করা হয়েছিল৷ বর্তমানে রাহুলের দাদা ওড়িশায় রয়েছেন৷
শুক্রবার পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের তিন তলার ঘরের ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়৷ বক্স খাটের ভিতরে ওই যুবকের মৃতদেহ লুকিয়ে রাখা ছিল৷ পচা গন্ধ বেরনোর পর মৃতদেহের খোঁজ মেলে৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার বিকেলে বিশ্রাম নেওয়ার কথা বলে রাহুল এবং তাঁর দুই সঙ্গী হোটেলের ওই ঘর বুক করেন৷ কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই রাহুলের দুই সঙ্গী হোটেল ছেড়ে বেরিয়ে যান৷ পরের দিন সকালে নতুন একজন অতিথি ওই ঘর ভাড়া নিলে তিনি দুর্গন্ধ পেয়ে হোটেল কর্মীদের জানান৷ এর পরই খোঁজাখুঁজি করতে গিয়ে বক্স খাটের ভিতরে মৃতদেহ উদ্ধার হয়৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত মদের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে রাহুলকে সংজ্ঞাহীন করেই খুন করা হয়েছে৷
advertisement
জানা যায়, মৃত যুবকের নাম রাহুল লাল৷ তিনি কলকাতার পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা৷ রাহুলের মামা এ দিন দাবি করেন, রাহুলের দাদাকে গতকালই খবর দেওয়া হলেও তিনি শনিবার দুপুর পর্যন্ত কলকাতায় আসেননি৷ রাহুলের মামাই জানিয়েছেন, মৃতের দাদার পরিচয়পত্র দিয়েই হোটেলের ঘর বুক করা হয়েছিল৷ শুধু তাই নয়, রাহুলের বিরুদ্ধেও অতীতে পুলিশের খাতায় ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন মৃতের মামা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Street Hotel Update: উধাও বিছানার চাদর, পার্ক স্ট্রিটের হোটেলে কীভাবে খুন যুবক? এখনও অধরা দুই সঙ্গী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement