Park Street Hotel Update: বিশ্রাম নিতে ঘর বুক, বুধবার কী ঘটেছিল পার্ক স্ট্রিটের হোটেলে? পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকালে পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের একটি ঘরের বক্স খাটের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়৷
পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ৷ মৃত যুবকের পরিচয়ও জানতে পেরেছেন তদন্তকারীরা৷ জানা গিয়েছে মৃত যুবক কলকাতার পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা৷ মৃতের নাম রাহুল লাল৷
এ দিন সকালে পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের একটি ঘরের বক্স খাটের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়৷ এর পরই তদন্তে নামে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গত ২২ অক্টোবর বিকেলে মৃত যুবকের সঙ্গে আরও দু জন যুবক রফি আহমেদ কিদওয়াই রোডের ওই হোটেলে এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটি ঘর ভাড়া নেয়৷ এর মধ্যে একজন যুবক নিজের পরিচয়পত্র দিয়ে হোটেলের ঘর বুক করে৷
advertisement
advertisement
এর কিছুক্ষণ পর পরিচয়পত্র দেওয়া সেই যুবক হোটেল থেকে বেরিয়ে যান৷ রাত ১১.২০ নাগাদ সেই যুবক ফের হোটেলে ফিরে আসে৷ এর কিছুক্ষণ পর ঘরে থাকা বাকি দুই যুবকের মধ্যে একজনকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায় প্রথম ওই যুবক৷
এ দিন সকালে হোটেলের ওই ঘরটিই নতুন একজন অতিথিকে ভাড়া দেওয়া হয়৷ সেই ব্যক্তি ঘরে ঢুকেই পচা গন্ধ পান৷ বিষয়টি হোটেলের কর্মীদের জানান সেই আবাসিক৷ এর পরই গন্ধের উৎস সন্ধান করতে হোটেলের ঘরে খোঁজাখুঁজি শুরু করেন৷ তখনই বক্স খাটের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ মৃতদেহে তখনই পচন ধরে গিয়েছিল৷
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত যুবকের নাম রাহুল লাল৷ তাঁর মামা জাস্টিন জন ছেত্রী ওই যুবকের দেহ শনাক্ত করেন৷ তদন্তকারীদের অনুমান, সম্ভবত হোটেলের ঘরে ঢোকার পরেই রাহুল লালকে খুন করা হয়৷ এর পর মৃতদেহের সঙ্গে আরও এক যুবককে রেখে দিয়ে হোটেল থেকে বেরিয়ে যায় প্রথম যুবক৷
কেন রাহুল লাল নামে ওই যুবককে খুন করা হল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ মৃত যুবকের ওই দুই সঙ্গীর খোঁজ শুরু করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2025 7:31 PM IST

