Park Street incident: এখনও অধরা অনেক উত্তর, ফের পার্ক হোটেলের কর্মকর্তাদের তলব লালবাজারের

Last Updated:

যারা ওই দিন রুম বুক করেছিলেন তাদের তালিকাও প্রস্তুত করেছে লালবাজার।

#কলকাতা: মাদক যোগের পর পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের নৈশ পার্টি নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজার। পার্টি ঘিরে চলা অনৈতিক কার্যকলাপের তথ্য উঠে এসেছে তদন্তে। এদিকে বুধবার এই মামলায় মোট দশজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের ফের তলব করা হয়েছে।করোনা পরিস্থিতিতে নিয়ম লঙ্ঘণ করে কেন হোটেলের করিডোরে নৈশ পার্টির আয়োজন করা হয়েছিল? কেন হোটেলের তরফে আপত্তি করা হল না?  তদন্তের প্রথম দিন থেকেই এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে এসেছে তদন্তকারীদের মনে। তাই ঘটনার রাতেই যে এফআইআর করা হয়েছে তাতে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। হোটেলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এমনকি যারা ওই দিন রুম বুক করেছিলেন তাদের তালিকাও প্রস্তুত করেছে লালবাজার।
সোমবার হোটেল কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়ে কর্মকর্তা ও কর্মীদের এদিন তলব করা হয়েছিল। এদিন মোট ১০জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ইতিমধ্যে যারা পুলিস হেফাজতে রয়েছে, তাদের বয়ান নিয়েছেন তদন্তকারী অফিসারেরা। সেই সূত্র ধরেই হোটেলের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই খবর।
করোনা বিধির জন্য পানশালা ও নাইটক্লাব বন্ধ। তাই গ্রাহকদের বিনোদনের জন্য নিজেরাই বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদলে ফেলেছিল হোটেল কর্তৃপক্ষ, জিজ্ঞাসাবাদের উঠে এসেছে। এমনকি সেই প্রমাণও হাতে পেয়েছে পুলিস। আরও চাঞ্চল্যকর তথ্য, কোনও এক জনের নামে রুম বুক হয়েছে, কিন্তু সেই ব্যক্তির উপস্থিতি পাওয়া যায়নি।
advertisement
advertisement
এখানেই গোয়েন্দাদের প্রশ্ন, এমন বেআইনি কাজ করা হল কেন? কার নির্দেশে হয়েছে? এই রকম কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা তদন্তকারীদের কাছে। তাই এই ১০জনকে ফের তলব করা হয়েছে। আরও কয়েকজনকে ডেকে পাঠাতে চলেছে লালবাজার।
তবে পার্টিতে মদ সরবরাহ থেকে বিনোদনের ব্যবস্থা করা সবটাই হোটেলের তরফে হয়েছে বলে জিজ্ঞাসাবাদের উঠে এসেছে ।ইতিমধ্যে গোয়েন্দারা পার্টির আয়োজকদের চিহ্নিত করেছে। তাদেরকেও তলব করা হয়েছে আগামী দিনে। এমনকি হোটেলের নৈশপার্টিতে মাদক যোগের তথ্য হাতে এসেছে। মাদক কাদের মাধ্যমে হোটেলে ঢুকত, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। শুধু মাদক চক্র নয়, অনৈতিক কার্যকলাপও চলত। তা নিয়েও খোঁজ খবর শুরু হয়েছে। এর নেপথ্যে কোনও হোটেল কর্মী যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিস। একটা বড় চক্র কাজ করত বলে তদন্তে উঠে এসেছে। কারা এই চক্রে জড়িত, শুরু হয়েছে খোঁজ।
advertisement
-Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Street incident: এখনও অধরা অনেক উত্তর, ফের পার্ক হোটেলের কর্মকর্তাদের তলব লালবাজারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement