হোম /খবর /কলকাতা /
'ডিপ্রেশন' থেকেই এলোপাথাড়ি গুলি? না অন্য কারণ? ঘটনাস্থলে পুলিশ কমিশনার

Park Circus Firing Update: 'ডিপ্রেশন' থেকেই পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলি? না অন্য কারণ? পার্ক সার্কাসে ঘটনাস্থলে পুলিশ কমিশনার

পার্ক সার্কাসে ঘটনাস্থলে পুলিশ কমিশনার

পার্ক সার্কাসে ঘটনাস্থলে পুলিশ কমিশনার

Park Circus Firing Update: পার্ক সার্কাস লাগোয়া ওই এলাকার নিরাপত্তা বরাবরই আঁটোসাঁটো থাকে৷ সেখানেই আচমকা ঘটে এই ঘটনা। পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে পৌঁছন খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা : ভরদুপুরে পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলির ঘটনায় উত্তেজনা পার্ক সার্কাস এলাকা জুড়ে। জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে উর্দি পরেই এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক পুলিশকর্মী৷ প্রথমে তা দেখে সন্দেহ হয়নি স্থানীয় বাসিন্দাদের৷ কারণ কাছেই বাংলাদেশ হাইকমিশনের দফতর থাকায় পার্ক সার্কাস লাগোয়া ওই এলাকার নিরাপত্তা বরাবরই আঁটোসাঁটো থাকে৷ সেখানেই আচমকা ঘটে এই ঘটনা। পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে পৌঁছন খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Park Circus Firing Update)।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কমিশনার জানান, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন ওই পুলিশ কর্মী তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। বাংলাদেশ উপ হাইকমিশনের যে কাজে ওই পুলিশ কর্মী নিযুক্ত ছিলেন সেখানে তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলেন কমিশনার। তবে বিনীত গোয়েল জানান, পার্ক সার্কাস এলাকায় অন্য কোনও ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই (Park Circus Firing Update)।

আরও পড়ুন: পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর! কলকাতার ফলাফল কেমন? চমকে দেওয়া রেজাল্ট...

জোর দেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজের উপর। তবে অবসাদের কারণেই এলোপাথাড়ি গুলি চালিয়ে নিজে ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন কিনা তা তদন্ত সাপেক্ষ বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার। একইসঙ্গে তিনি জানান, এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম মহিলা ও বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ইনসাস হাতে এক ঘণ্টা ঘোরাঘুরি, তার পরেই এলোপাথারি গুলি! কী ঘটল পার্ক সার্কাসে?

অন্যদিকে, আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, প্রথমে এলাকারই একটি বাড়ির নীচে গিয়ে চিৎকার করেন ওই পুলিশকর্মী৷ এর পর লোয়ার রেঞ্জ রোডের মুখে এসে আচমকাই নিজের ইনসাস বন্দুক থেকে পরের পর গুলি ছুড়তে শুরু করলেন ওই পুলিশকর্মী৷ প্রথমে মাটির দিকে তাক করে, তার পর রাস্তা দিয়ে বাইকে চড়ে যাওয়া এক মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই পুলিশকর্মী৷

প্রতিবেদন : সাহ্নিক ঘোষ ও অমিত সরকার
Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Kolkata police Commissioner, Park Circus