Paresh Pal at CBI Office: ফের সিবিআই দফতরে বিধায়ক পরেশ পাল, বিজেপি কর্মীকে হত্যা মামলায় দ্বিতীয় বার হাজিরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার মামলায় ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ এ দিন সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছেছেন বেলেঘাটার বিধায়ক৷ এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই-এর সামনে হাজিরা দিলেন পরেশ৷ এর আগে গত ১৮ মে সিবিআই পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল৷
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার বিভিন্ন মামলার সঙ্গে অভিজিৎ সরকার হত্যাকাণ্ডেরও তদন্ত ভার হাতে নেয় সিবিআই৷
আরও পড়ুন: ৬ প্রশ্ন ভুল, প্রাথমিকে দিতে হবে ২৩ দিনে ২৩ চাকরি! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
advertisement
advertisement
বেলেঘাটার নিহত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, পরেশ পালের উস্কানিমূলক বক্তব্যের জন্যই অভিজিৎ সরকারকে খুন হতে হয়৷ পরেশ পালই পিটিয়ে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ নিহত অভিজিৎ সরকারের পরিবারের৷
সূত্রের খবর, যাদেরকে অভিজিৎ সরকারকে পিটিয়ে মারতে দেখা গিয়েছিল, তাদেরকে তিনি চেনেন কি না, তৃণমূল বিধায়ককে সেই প্রশ্ন করতে পারেন সিবিআই গোয়েন্দারা৷ পাশাপাশি, অভিযুক্তদের সঙ্গে তাঁর ফোনে কোনও কথা হয়েছিল কি না, তাও জানতে চাইবেন তদন্তকারীরা৷ যদিও এই ঘটনায় কোনওভাবেই তিনি যুক্ত নন বলে এর আগেও দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 10:54 AM IST