West Bengal Panchayat Election Results 2023: বিনাযুদ্ধেই ঘরে আড়াইশোর বেশি পঞ্চায়েত! গণনার আগে কোথায় কোনখানে দাঁড়িয়ে তৃণমূল?

Last Updated:

উত্তর ২৪ পরগনায় ২৯ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয়ী তৃণমূল৷ দক্ষিণ ২৪ পরগনায় ৬ পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে জয়ী TMC৷ দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয়ী TMC৷

দক্ষিণবঙ্গ: আজ তেইশের নির্বাচনের গণনা৷ রাজ্যের ৩৩১৭ গ্রাম পঞ্চায়েতে জনতা কী রায় দিলেন তা-ই জানা যাবে আজ৷ রাজ্যে ৩৪১ পঞ্চায়েত সমিতি ও ২০ জেলা পরিষদের গণনা চলছে৷ সকাল থেকেই ৩৩৯ গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ প্রতি গণনাকেন্দ্রে থাকছে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী৷ ১ কোম্পানি বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশও৷
গণনার আগেই ২১টি পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে জয়ী হয়েছে তৃণমূল৷ ২৫৩ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসকদল৷ কোচবিহারে ৫ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় TMC-র৷ উত্তর দিনাজপুরে চোপড়া  পঞ্চায়তে সমিতিতে বিনা যুদ্ধে জয় তৃণমূলের৷ উত্তর দিনাজপুরে ৮ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় TMC-র৷
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
বাঁকুড়ায় ৪ পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ বাঁকুড়ায় ৩৪টি গ্রাম পঞ্চায়েতে জয় এসেছে বিনা যুদ্ধে৷ বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল৷ বীরভূমে ৪৯ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়৷
advertisement
advertisement
মালদায় ১ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ মুর্শিদাবাদে ২ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়৷ পূর্ব বর্ধমানে ২ পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে তৃণমূলের জয়৷ পূর্ব বর্ধমানে ১৭ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়৷ পশ্চিম বর্ধমানে ৯ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় TMC-র৷
advertisement
নদিয়ায় ১ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ ঝাড়গ্রামে ৩ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ পশ্চিম মেদিনীপুরে কেশপুর পঞ্চায়েত সমিতি বিনা যুদ্ধে জয়৷ পশ্চিম মেদিনীপুরে ২২ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয় TMC-র৷
হুগলিতে ধনেখালি পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে জয়ী TMC৷ হুগলির ১১ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের৷ হাওড়ায় উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে৷ হাওড়ায় ১৫ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল৷
advertisement
উত্তর ২৪ পরগনায় ২৯ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয়ী তৃণমূল৷ দক্ষিণ ২৪ পরগনায় ৬ পঞ্চায়েত সমিতিতে বিনা যুদ্ধে জয়ী TMC৷ দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয়ী TMC৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Panchayat Election Results 2023: বিনাযুদ্ধেই ঘরে আড়াইশোর বেশি পঞ্চায়েত! গণনার আগে কোথায় কোনখানে দাঁড়িয়ে তৃণমূল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement