Panchayat Election Results: গ্রাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত সমিতিতেও সবুজ ঝড়! বাংলায় বিরাট জয়ের পথে তৃণমূল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Panchayat Election Results 2023: গ্রাম পঞ্চায়েতে জয়জয়কারের পর এবার পঞ্চায়েত সমিতির ফলেও তৃণমূলের জয় অব্যাহত। নির্বাচন কমিশনের তরফে পাওয়া খবর অনুযায়ী পঞ্চায়েত সমিতিতেও বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
কলকাতা: গ্রাম পঞ্চায়েতে জয়জয়কারের পর এবার পঞ্চায়েত সমিতির ফলেও তৃণমূলের জয় অব্যাহত। নির্বাচন কমিশনের তরফে পাওয়া খবর অনুযায়ী পঞ্চায়েত সমিতিতেও বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সকাল ৬টা পর্যন্ত পাওয়া মোট ৯৭৩০ টি আসনের মধ্যে ৭১৫৪টি আসনের ফলাফলের গতি অন্তত তেমনটাই বলছে।
রাজ্যে মোট ৯৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন রয়েছে। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছিল ৯৯১টি-তে। ভোট গণনার পর দেখা যাচ্ছে সকাল ৬টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৫৮৯৮ টি পঞ্চায়েত সমিতিতে। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি ৭০৬ টিতে, বাম ১৪২টি আসনে জয়ী। অন্যদিকে কংগ্রেস ১৪৩ টি আসনে জয়ী হয়েছে। নির্দল ও অন্যান্যরা দখল করেছে ২৬৫টি আসন।
advertisement
আরও পড়ুন : ‘নাউ ভোট ফর মমতা…’ ভোটের ফলাফল নিয়ে মুখ খুললেন অভিষেক! বিরোধীদের দিলেন সপাটে উত্তর
হাওড়ায় ১৪ টি আসনের মধ্যে ১৪ টিতেই জয়ী তৃণমূল। ঝাড়গ্রামে ৮টির মধ্যে ৮ টিতেই জয়ী শাসক দল। পূর্ব বর্ধমানের তাই। অনুব্রতগড় বীরভূমে ১৯টির মধ্যে ১৯ টি আসন দখলে রেখেছে শাসকদল। উত্তরদিনাজপুরে একটি আসন রয়েছে নির্দল প্রার্থীর দখলে বাকি সবকটি আসন দখল নিয়েছে তৃণমূল। কোচবিহারের ১২টির মধ্যে ১২টিতেই শাসক দল। মুর্শিদাবাদে কংগ্রেস দখল নিয়েছে দুটি আসনের। বাদবাকি আসনে জয়ী তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ২১টি আসনের মধ্যে ২১টি আসনেই তৃণমূল জয়ী।
advertisement
advertisement
পঞ্চায়েতে এখনও পর্যন্ত তৃণমূল যেখানে জিতেছে ৩৩ হাজার ৩৬৮টি আসনে, সেখানে জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ৫ হাজার ৮৯৮টি আসন। বামফ্রন্ট, কংগ্রেস অনেকটাই পিছনে। অন্যদিকে জেলা পরিষদেও অব্যাহত সবুজ ঝড়। ২০ টি আসনের মধ্যে ১৩ টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 8:27 AM IST