Panchayat Election Results: শুরু থেকেই এগিয়ে তৃণমূল! প্রথম ৪ ঘণ্টায় কোন দল কোথায়? পঞ্চায়েতের প্রাথমিক ভোটগণনা কী বলছে জানুন
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Panchayat Election Results: কার দখলে কোন জেলা। উত্তর খুঁজতে বাংলার গ্রামে গ্রামে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব। ২২টি জেলায় ৬১,৫৩৯টি বুথে ভোটদানের মাধ্যমে রায় জানিয়েছেন মানুষ। আজ, মঙ্গলবার ফলাফলের পালা।
কলকাতা: কার দখলে কোন জেলা। উত্তর খুঁজতে বাংলার গ্রামে গ্রামে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব। ২২টি জেলায় ৬১,৫৩৯টি বুথে ভোটদানের মাধ্যমে রায় জানিয়েছেন মানুষ। আজ, মঙ্গলবার ফলাফলের পালা। শুরু ব্যালটের গণনা। আজই জানা যাবে, আগামী পাঁচ বছর গ্রামবাংলার রাশ থাকবে কার হাতে। প্রথম দফার ভোট গণনার শুরু থেকেই এগিয়ে তৃণমূল কংগ্রেস।
পঞ্চায়েত ভোটে রাজ্যের ৩৩৯টি কেন্দ্রে সঠিক সময় গণনার কাজ শুরু হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন। সকাল ১২ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের ৩৩১৭ টি আসনের মধ্যে ৪২৩টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৬ টি আসনে এগিয়ে। বামেরা ৩ টি আসনে এগিয়ে অন্যদিকে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন ২৮ টি আসনে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের পিংলাতে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত আসনে শুরু হয়েছে আবির খেলা। একে একে জয়ের খবর আসতেই, সবুজ আবিরে রাঙতে শুরু করেছে কাকদ্বীপ ব্লক। কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের পুকুরবেড়িয়ার প্রার্থীদের মালা পরিয়ে জয়ের উল্লাস তৃণমূলের কর্মী সমর্থকদের। এই পঞ্চায়েতে মোট ২৮ টি সিট রয়েছে। এক একটি বুথের রেজাল্ট ধীরে ধীরে বাইরে আসতে শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত বেশিরভাগ সিটে এগিয়ে রয়েছে। আর তাতেই উৎসবের মেজাজে ঘাসফুল শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 12:37 PM IST