Panchayat Election 2023: কেষ্টহীন বীরভূমেই ১৯ কোম্পানি...! মুর্শিদাবাদে কত? জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর তালিকা প্রকাশ কমিশনের! দেখুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলাভিত্তিক কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার তালিকা দেওয়া হল বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলাভিত্তিক কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার তালিকা দেওয়া হল বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের। ক্যাটাগরি ভিত্তিক বাহিনী মোতায়েন তরজা শেষ হওয়ার পর জেলাগুলিকে চূড়ান্ত মোতায়েন জানানো হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এবার জেলাগুলিতে বাহিনী মোতায়েন শুরু হবে বলে জানাল কমিশন।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রথম থেকেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। এই নির্বাচনে যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই জায়গায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী।জেলা গুলোকে নির্দেশিকা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
advertisement
কেন্দ্রীয় বাহিনী মোতায়নের ক্ষেত্রে স্পর্শকাতর অঞ্চল গুলিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনও পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনের যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলায় জেলায় এই মর্মে বিশেষ নির্দেশিকার রাজ্য নির্বাচন কমিশনের।
advertisement
অবশেষে রাজ্য নির্বাচন কমিশনের দাবি মানল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ক্যাটাগরি ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক করে দেবে। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হল বলেই কমিশন সূত্রে খবর। এবার রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব মত শীঘ্রই বাহিনী মোতায়েন শুরু হবে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন – বিএসএফ তরজা চলছিল। কমিশন দাবি করছিল তারা ক্যাটাগরি ভিত্তিক জানায় না। অন্যদিকে বিএসএফ এর তরফে ক্যাটাগরি ভিত্তিক জানানোর কথা বলছিল। অবশেষে সেই জটিলতা কাটল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 1:15 PM IST