Panchayat Election 2023: রাজ্য-রাজ্যপাল সংঘাত! কমিশনারহীন নির্বাচন কমিশন, বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোট

Last Updated:

সঠিক সময়েই সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, বলছেন রাজ্যপাল। 'আগে থেকেই নাম পাঠিয়েছি। এই প্রথমবার এমন পরিস্থিতি  তৈরি হল'। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

রাজ্য-রাজ্যপাল সংঘাত! কমিশনারহীন নির্বাচন কমিশন, বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোট
রাজ্য-রাজ্যপাল সংঘাত! কমিশনারহীন নির্বাচন কমিশন, বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোট
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘ভোট এড়িয়ে যেতেই তৃণমূল চিত্রনাট্য তৈরি করেছে…’’। বলছে বঙ্গ পদ্ম শিবির। রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হলেও এখনও পর্যন্ত কে হবেন পরবর্তী কমিশনার? এই প্রশ্ন নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘সরকার নিয়ম মানে নি। রাজ্যপালের কথা মতো প্রয়োজনীয় নামের যথাযথ তথ্য সরবরাহ করেনি নবান্ন।’’ আর বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, ‘‘শাসকদল আতঙ্কে ভুগছে। তাই এক্ষুনি যাতে পঞ্চায়েত ভোট না করা হয় সেই কারণে অযথা দেরি করে নতুন চিত্রনাট্য তৈরি করেছে।’’ সব মিলিয়ে বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোট! ভোট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারই নেই। পঞ্চায়েত ভোট করাবেন কে?
advertisement
advertisement
রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে গত রবিবার মেয়াদ শেষ হয়েছে সৌরভ দাসের। তারপর থেকে রাজ্য নির্বাচন কমিশনের চেয়ার খালি। পরবর্তী কমিশনারের নাম নিয়ে রাজভবন এবং নবান্নের মধ্যে জোর টানাপোড়েন। তাহলে পঞ্চায়েত ভোটটা করাবেন কে? এই প্রশ্ন উঠছে। বিরোধীদের কেউ কেউ বলছিলেন, তৃণমূলের নবজোয়ার যাত্রার জন্য পঞ্চায়েত ভোট ঘোষণায় দেরি হচ্ছে। কিন্তু, সমস্যা দেখা যাচ্ছে অন্য জায়গায়। ২৮ মে, রবিবার অবসর নেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তারপর দু’দিন কেটে গেলেও নতুন কমিশনারের নাম চূড়ান্ত হয়নি। নবান্নের প্রস্তাবে সায় দেয়নি রাজভবন।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘আগে থেকেই পারসু করেছি। নাম পাঠিয়েছি। পছন্দ না হলে ফাইল ফেরত পাঠিয়ে দিন। কমিশনে লোক নেই। সামনে ভোট। এই প্রথমবার এমন সমস্যা হল।’’ এ ব্যাপারে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি শুধু বলেন,’ সঠিক সময়েই সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে’।
advertisement
নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রথমে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম পাঠায় নবান্ন। এই নামে সিলমোহর না দিয়ে দ্বিতীয় নাম চেয়ে পাঠান রাজ্যপাল। এরপর নবান্নের তরফে অজিত রঞ্জন বর্ধনের নাম পাঠানো হয়। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব।এই নামেও সায় দেয়নি রাজভবন বলে সূত্রের খবর। নবান্নের কাছে তৃতীয় নাম চাওয়া হয়েছে বলে খবর।
advertisement
রাজভবন আর নবান্নের মধ্যে এই টানাপোড়েনের জেরে নানা মহলে প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশনারই তো নেই। পঞ্চায়েত ভোট করাবেন কে ? কার্যত নবান্নের পাশে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘রাজ্যপাল নাম আটকে রাখতে পারেন না।’’
আইন অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন, তা রাজ্য ও রাজপালের পারস্পরিক বোঝাপড়ায় চূড়ান্ত হয়। রাজ্য সরকার কোনও নাম পাঠালে তাতে সিলমোহর দেন রাজ্যপাল। কোনও নামে রাজ্যপালের আপত্তি থাকলে তিনি সরকারকে তা জানান। রাজ্য সরকার চাইলে একই নাম দ্বিতীয়বার পাঠাতে পারে।  পর্যবেক্ষকদের মতে, নতুন রাজ্য নির্বাচন কমিশনার কবে দায়িত্ব নেবেন, তার উপরই নির্ভর করবে এবার পঞ্চায়েত ভোট কবে হবে। তবে, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে জুলাইয়ে ভোট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কবে হবে পঞ্চায়েত ভোট? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা। আগে অনেক ইস্যুতেই রাজ্য- রাজ্যপাল সংঘাত সামনে এসেছে। এবার রাজ্য নির্বাচন কমিশনের নয়া কমিশনার কে হবেন তা নিয়েও নবান্ন বনাম সি ভি আনন্দ বোস সংঘাত সামনে এল বলেই মত ওয়াকিবহাল মহলের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: রাজ্য-রাজ্যপাল সংঘাত! কমিশনারহীন নির্বাচন কমিশন, বিশ বাঁও জলে পঞ্চায়েত ভোট
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement