Panchayat Election 2023: ২ ঘণ্টায় ৬০ ফোন! বাংলার 'পিস রুম' এখন 'অ্যাকশন রুম'

Last Updated:

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পিস রুমে আসছে ফোন। কখনও নির্বাচনকে কেন্দ্র করে, আবার কখনও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে ফোন আসছে রাজভবনে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পিস রুমে আসছে ফোন। কখনও নির্বাচনকে কেন্দ্র করে, আবার কখনও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে ফোন আসছে রাজভবনে। শুধু তাই নয়, রাজভবন পিস রুম সাক্ষী হচ্ছে অভূতপূর্ব ঘটনার। সম্প্রতি একদিন দু’ঘণ্টায় ৬০ টি ফোন এসেছিল। মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই এই অভিযোগ এসেছে রাজভবনের পিস রুমে।যা নিয়ে তৎপরতা তুঙ্গে।
রাজভবনে পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে অভিযোগগুলি তাদের কাছে এসেছে তারা প্রত্যেকটি অভিযোগ রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন কে পাঠিয়ে দিচ্ছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। ইতিমধ্যেই কয়েকটি অভিযোগে পদক্ষেপও নেওয়া হয়েছে বলেও জানিয়েছে রাজভবন। রাজভবনের আধিকারিকদের দাবি রাজভবনের পিস রুম এখন অ্যাকশন রুমে পরিণত হয়েছে।
advertisement
advertisement
গত সোমবার রাজভবনের পিস রুম পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যপাল এক দফা ঘুরে দেখেন পিস রুম। রাজভবন সূত্রে খবর ৫০০-এর কাছাকাছি অভিযোগ এসেছে রাজভবনের পিস রুমে।
রাজভবনের এক আধিকারিকের বলেন “রাজভবনের ইতিহাস এই ধরনের কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।” পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে ইমেল ও ফোন করে যে কোন অভিযোগ জানানো যাচ্ছে, রাজভবনের পিস রুমে। নির্বাচন চলাকালীন সময়ে এটি খোলা থাকবে বলেও জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস গত সোমবার অবশ্য জানান এত সংখ্যক ফোন আসছে মানে রাজ্যে হিংসার ঘটনা প্রচুর হচ্ছে তা নয়।
advertisement
পাশাপাশি রাজ্যপাল গত সোমবার এও জানান যে অভিযোগ গুলি আসছে তা রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যকে পাঠানো হচ্ছে। অভিযোগ গুলি প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মেনে ২২ টি জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার বলেন “গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।”
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: ২ ঘণ্টায় ৬০ ফোন! বাংলার 'পিস রুম' এখন 'অ্যাকশন রুম'
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement