Pakistani Spy: ধৃত সিআরপিএফ জওয়ানের সূত্র ধরেই...শহরে আরও ২ পাক গুপ্তচর! মারাত্মক অভিযোগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Pakistani Spy: পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠকে
কলকাতা: পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠকে। এবার মোতিরাম জাঠের সূত্র ধরেই এনআইএ-এর নজরে আরও একাধিক সন্দেহভাজন। লেনদেনের সূত্র ধরেই কলকাতার দু’জনকে তলব করল এনআইএ-এ।
লেনদেনের সূত্র ধরেই কলকাতার আরও দু’জনকে তলব ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)। নজরে মহম্মদ মাসুদ ও মহম্মদ ওয়াকিল নামে দুই ব্যক্তি। মহম্মদ মাসুদ আলম মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক। যিনি অ্যাপের মাধ্যমে অন লাইনে তিন বার টাকা পাঠিয়েছেন।
advertisement
advertisement
সূত্রের খবর, বন্দর এলাকার মহম্মদ ইজাজ নামে ওই ব্যক্তির সঙ্গে সন্দেহভাজন অ্যাকাউন্টে আর্থিক লেনদেন। সেই সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে ধৃত সিআরপিএফ জওয়ানের লিঙ্ক পেয়েছে এনআইএ। নজরে পার্ক সার্কাস এলাকার আরও এক ব্যক্তি মহম্মদ ওয়াকিল। তাকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ।
advertisement
এনআইএ সূত্রে খবর, ধৃত সিআরপিএফ জওয়ানের সঙ্গে এক ব্যক্তির একাধিক বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ। ওই ব্যক্তির সঙ্গে ওয়াকিলের যোগাযোগ রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2025 1:57 PM IST