Padma Awards 2024: মিঠুন ছাড়াও বাংলা থেকে পদ্ম সম্মান পাচ্ছেন কারা? কী কারণে? চমকে দেওয়া তালিকা দেখুন

Last Updated:

Padma Awards 2024: প্রতিবারই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম সম্মানে ভূষিত করে কেন্দ্র। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী।

কারা পাচ্ছেন পদ্ম সম্মান?
কারা পাচ্ছেন পদ্ম সম্মান?
নয়াদিল্লি: বৃহস্পতিবার, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই ২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে৷ এবছরে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম৷ পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন। গায়িকা উষা উত্থুপকেও পদ্মভূষণ দেওয়া হচ্ছে।
প্রতিবারই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম সম্মানে ভূষিত করে কেন্দ্র। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। বৃহস্পতিবার চলতি বছরের প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উথুপও।
advertisement
advertisement
শুধু তাই নয়, পদ্মশ্রী সম্মান প্রাপক ৩৪ জনের মধ্যে রয়েছেন চার জন বাঙালিও। এরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার, কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। তবে ২০২৩ সালের প্রয়াত হয়েছেন নেপাল। তিনি মরণোত্তর সম্মান পাবেন। দেশের মোট ১৭ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিকের সম্মান। যার পোশাকি নাম পদ্মভূষণ।
advertisement
এই তালিকায় মিঠুন, ঊষা উথুপ ছা্ড়াও রয়েছেন গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল, কেরলের ওলানচেরি রাজাগোপাল, মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত, লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর), মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর) এবং মহারাষ্ট্রের কুন্দন ব্যাস, কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল, মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা, মহারাষ্ট্রের রাম নায়েক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Padma Awards 2024: মিঠুন ছাড়াও বাংলা থেকে পদ্ম সম্মান পাচ্ছেন কারা? কী কারণে? চমকে দেওয়া তালিকা দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement