কুমোরটুলির গয়নার আন্তর্জাতিক স্বীকৃতি, মাটির গয়নায় বসছে হীরে

Last Updated:

প্রতিমার পর এবার গহনা । কুমোরটুলির মাটির গয়নাতেও আন্তর্জাতিক স্বীকৃতি । গয়না পাড়ি দিচ্ছে দুবাই আর আমেরিকায় ।

#কলকাতা: প্রতিমার পর এবার গহনা । কুমোরটুলির মাটির গয়নাতেও আন্তর্জাতিক স্বীকৃতি । গয়না পাড়ি দিচ্ছে দুবাই আর আমেরিকায় । মাটির এই গয়নাতেই হীরে বসিয়ে তা বাজারজাত করবেন সেখানকার শিল্পীরা ।
ক্রমশ কমছে বনেদি বাড়ির পুজো। তারওপর থিমের রমরমা । বিগবাজেটের পুজোগুলিতে প্রতিমাও তৈরি করছেন থিমের শিল্পীরাই । এতে কিছুটা হলেও ধাক্কা লেগেছে কুমোরটুলিতে । সিদুঁরে মেঘ দেখেই বিকল্প ভাবনা শুরু করেছিলেন প্রতিমাশিল্পী মালা পাল । মাটির গয়না তৈরিতে মন দেন তিনি । দু-তিন বছরের মধ্যেই মালাদেবীর এই মাটির গয়না আন্তর্জাতিক দুনিয়ার নজর কেড়েছে । তাঁর গয়নায় আগ্রহ দেখিয়েছেন আমেরিকা ও দুবাইয়ের শিল্পীরা ।
advertisement
সতেরো বছর বয়সেই মালাদেবীর হাতে গড়া প্রতিমা বিদেশ পাড়ি দিয়েছে । এবারও গড়েছেন প্রতিমা । তবে তিনি মজে মাটির গয়নাতেই । মালাদেবীর হাতে গড়া গয়না হীরেখচিত হয়ে বাজারজাত হবে । হীরে বসানোর কাজটা করবেন বিদেশি শিল্পীরা ।
advertisement
মাটির গয়নায় বিদেশি আগ্রহই আগামী দিনে মালাদেবীর পাখির চোখ । ইতিমধ্যেই বহু বিদেশি কুমোরটুলিতে এসে গয়নার খোঁজ করে গিয়েছেন । চাহিদা বাড়লে যোগানের যাতে অভাব না হয় সেদিকেও নজর রাখছেন মালাদেবী । কুমোরটুলির মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কুমোরটুলির গয়নার আন্তর্জাতিক স্বীকৃতি, মাটির গয়নায় বসছে হীরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement