রাজ্যের বহু জেলায় মৌসম ভবনের তরফে কমলা সতর্কতা জারি! পাঠানো হল জেলাশাসকদের কাছে

Last Updated:

West Bengal rainfall alert: মৌসম ভবনের এই বার্তা পাঠিয়ে নবান্নের তরফে সব জেলা শাসকদের সতর্ক করা হল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সর্তকতা কোথায় কোথায় জারি করা হয়েছে সেই জেলাগুলিও নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে।

কোন কোন রাজ্যে কমলা সতর্কতা
কোন কোন রাজ্যে কমলা সতর্কতা
কলকাতা: মৌসম ভবনের এই বার্তা পাঠিয়ে নবান্নের তরফে সব জেলা শাসকদের সতর্ক করা হল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সর্তকতা কোথায় কোথায় জারি করা হয়েছে সেই জেলাগুলিও নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে।
কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার একাংশ এবং দক্ষিণ ২৪ পরগনা। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, হুগলি, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা, দুই দিনাজপুর এবং মালদহে।
advertisement
advertisement
এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং দুই মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হতে পারে। বাকি এলাকায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার রাতে বৃষ্টির কারণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এর আগে কলতাতায় বৃষ্টিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে হল ৭।
advertisement
সূত্রের খবর, জমা জলের কারণে মৃত্যু হয়েছে ২ জনের, আরও ১ জন বিদুৎপৃষ্ট হয়ে আহত হয়েছেন। শেক্সপিয়ার সরণি ছাড়াও যাদবপুর, কলকাতার বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। CESC-কে ওই এলাকাগুলিতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয় ৷ তারপর দেহ উদ্ধার করে দমকল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের বহু জেলায় মৌসম ভবনের তরফে কমলা সতর্কতা জারি! পাঠানো হল জেলাশাসকদের কাছে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement