পুজোর অনুদান ঘোষিত হতেই তীব্র কটাক্ষ বিরোধীদের, প্রশ্ন, বকেয়া ডিএ কবে দেওয়া হবে

Last Updated:

এর ফলে রাজ্য়জুড়ে এই অনুদানের মোট অঙ্ক গিয়ে ঠেকছে প্রায় ২৫৮ কোটি টাকায়।

নেতাজি ইন্ডোরে বৈঠকে মমতা
নেতাজি ইন্ডোরে বৈঠকে মমতা
#কলকাতা: পুজোয় ক্লাবেদের অনুদানের কথা সোমবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগের থেকে সেই অনুদানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। এর ফলে রাজ্য়জুড়ে এই অনুদানের মোট অঙ্ক গিয়ে ঠেকছে প্রায় ২৫৮ কোটি টাকায়। আর এই ঘোষণার পর তাই নিয়েই সমালোচনা শুরু করেছে বিরোধীরা। বলা হচ্ছে, ক্লাবগুলিকে অনুদান দিতে খরচ করা হচ্ছে ২৫৮ কোটি টাকা, কিন্তু রাজ্য় সরকার এখনও বকেয়া ডিএ দিচ্ছে না সরকারি কর্মচারীদের। সমালোচনা করেছে সরকারি কর্মচারী সংগঠনগুলিও।
advertisement
সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, সমস্ত লুঠ, বেকারত্ব থেকে চোখ সরাতেই এই আয়োজন বলে মনে হচ্ছে। ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে রাজনীতি করা হচ্ছে। বাংলায় একটা ক্লাব সংস্কৃতি তৈরি হয়েছে। সমস্ত পুজোর মতো আয়োজনকে সরকার নির্ভর করে দেওয়া হচ্ছে, ইচ্ছা করে। একই ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন , রাজ্য়ে কোনওরকম উন্নয়ন হচ্ছে না, সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না, হাসপাতালে ওষুধ কেনার টাকা নেই, এই পরিস্থিতিতে ক্লাবে এত টাকা দিলে তো লোকে নিন্দে করবেই। কোনও ক্লাব তৃণমূল সরকারকে জনরোষ থেকে রক্ষা করতে পারবে না।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর অনুদান ঘোষিত হতেই তীব্র কটাক্ষ বিরোধীদের, প্রশ্ন, বকেয়া ডিএ কবে দেওয়া হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement