#কলকাতা: ব্রিগেডের সমাবেশে উপস্থিত না থেকেও থাকলেন সনিয়া গান্ধি। ঐতিহাসিক সমাবেশের সাফল্য কামনা করে মোদি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন সনিয়া। কংগ্রেসের দূত হিসেবে সেই চিঠি পড়ে শোনান মল্লিকার্জুন খার্গে।
মমতা খার্গেকে বলছেন আপনি বলুন, কিছু পড়ার থাকলে পড়ুন...
দেশের কৃষক থেকে সীমান্তরক্ষী সকলেই সংকটে। যুবকদের চাকরি নেই। কৃষকরা উদ্বেগে। মৎস্যজীবীরা চরম ক্ষতির মুখে। সবমিলিয়ে, পুরো দেশই প্রবল চাপে। অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ কোণঠাসা। রাজনৈতিকভাবে দেশের সব প্রতিষ্ঠানের ভিতই ক্ষয়ে যাচ্ছে। সামাজিকভাবে দেশের বহুত্ববাদকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমন একটা সময়ে আগামী লোকসভা নির্বাচন মামুলি ব্যাপার নয়। এই নির্বাচন গণতন্ত্রের উপর বিশ্বাস ফিরিয়ে আনার লড়াই। ধর্মনিরপেক্ষতা ও ঐতিহ্য রক্ষার লড়াই। যে শক্তি আমাদের সংবিধান ধ্বংসের চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই। মতবাদ আলাদা হলেও, এই সমাবেশ বহু রাজনৈতিক দলকে একজোট করেছে। এই জোটশক্তিই উদ্ধত বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। সমাবেশ সফল হোক।
শুক্রবারই, সমাবেশের সাফল্য চেয়ে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। নিজেও তুলে ধরেছিলেন দেশ জুড়ে নানা সংকটের কথা। শনিবারের ব্রিগেডে ইউপিএ চেয়ারপার্সনের একজোট হয়ে লড়াইয়ের বার্তা স্পষ্ট করে দিল মহাজোটের সমীকরণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lok Sabha elections 2019, Mallikarjun Kharge, Sonia Gandhi, TMC Brigade, TMC Brigade Rally, TMC Leader