ফের জাত চিনিয়ে দিল চিন! ভারত-পাক সংঘর্ষবিরতি হতেই এমন কাজ করল চিন, চমকে উঠবেন শুনে! উচিত জবাব ভারতের দোভালেরও
- Published by:Suman Biswas
- Reported by:Sudipta Sen
Last Updated:
নিজের আসল চেহারা ফের দেখিয়ে দিল চিন। পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়ে চিন জানিয়ে দিল, আগামীতেও পাকিস্তানের পাশে থাকবে তারা। পাকিস্তানের সার্বভৌমত্ব, সীমান্তের অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা ধরে রাখতে সবরকম ভাবে সাহায্য করবে। চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেছেন। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথোপকথনে এই বার্তা দিয়েছে চিন।
নিজের আসল চেহারা ফের দেখিয়ে দিল চিন। পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়ে চিন জানিয়ে দিল, আগামীতেও পাকিস্তানের পাশে থাকবে তারা। পাকিস্তানের সার্বভৌমত্ব, সীমান্তের অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা ধরে রাখতে সবরকম ভাবে সাহায্য করবে। চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেছেন। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথোপকথনে এই বার্তা দিয়েছে চিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 9:30 PM IST