Online Fraud: কলকাতার বৃদ্ধর ৭৯ লাখ টাকা প্রতারণা! কলকাতা পুলিশের জালে অর্থনীতির শিক্ষক! খুব সাবধান
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Online Fraud: অভিযুক্ত ভারু রবিকান্ত বকুল গোপাল ভাই। এই শিক্ষকের ছাত্র সনদারভা জিলেস নরেন্দ্রভাই ও এক ব্যবসায়ী চাংদেরা বিপুল কুমার বান্না ভাই।
কলকাতা: কলকাতার প্রবীণ নাগরিকের থেকে ৭৯ লাখ টাক সাইবার প্রতারণাতে গ্রেফতার অর্থনীতির শিক্ষক সহ তিনজন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে ৭৯ লাখ টাকা প্রতারণা। গুজরাত রাজকোট থেকে গ্রেফতার অর্থনীতির শিক্ষক।
অভিযুক্ত ভারু রবিকান্ত বকুল গোপাল ভাই। এই শিক্ষকের ছাত্র সনদারভা জিলেস নরেন্দ্রভাই ও এক ব্যবসায়ী চাংদেরা বিপুল কুমার বান্না ভাই।
advertisement
advertisement
অভিযোগ কলকাতার এক প্রবীণ নাগরিককে ফোন করে বলা হয়, তার বেশ কিছু ব্যঙ্কের ট্রানজাকশন অনুযায়ী বিভিন্ন অপরাধীদের কাছে টাকা পৌঁছেছে। তাই তদন্তের স্বার্থে মুম্বই পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে চায়। পুলিশ সেজে কথা বলে তাঁর ব্যাঙ্কের বাকি টাকা আরবিআই-এর নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে। তারপর তাঁকে দিয়ে ৭৯ লাখ টাকা ট্রান্সফার করানো হয়। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা গুজরাত থেকে এই তিন সাইবার প্রতারককে ধরে আনে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 19, 2025 3:03 PM IST










