ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা হাতিয়ে উধাও, পরে গ্রেফতার কর্মী
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। গত মাসে তাঁর বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়।
#কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালে চুরি! টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকেই ধরল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শেষ তিন বছর ধরে এই বিপুল পরিমাণ অর্থ তছরূপ করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে টাকা সরানোর অভিযোগ করা হয়েছিল আগেই। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ অভিযোগ করেছিল হেস্টিংস থানায়। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে স্বপন দে নামে ওই অপরাধীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: কী অবস্থা! হেঁটে বাথরুম যেতে পারছেন না, সেল-এর বাইরেই ড্রামের জলে মগ ডুবিয়ে স্নান করছেন পার্থ
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। গত মাসে তাঁর বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দাযের করেন ভিক্টোরিয়ার কিউরেটর। তিনি অভিযোগে বলেন, নিয়মিত দৈনিক টিকিটের পাশাপাশি বার্ষিক টিকিটও বিক্রি করা হয়। সেই টিকিটের টাকাই শেষ ১৩ বছর ধরে সরাচ্ছিলেন বলে অভিযোগ স্বপন দে। ২০১৯ সালে তিনি যে টিকিটের হিসাব দিয়েছিলেন, তাতেই প্রথমবার অভিযোগ ধরা পড়ে। তার পরেই অভিযোগ উঠতে থাকে।
advertisement
আরও পড়ুন- মহিলাকে অপমান! আবাসনে ঢুকে বিজেপি নেতারই সম্পত্তি গুঁড়িয়ে দিল যোগীর বুলডোজার
পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই টাকার অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে। পুলিশের অনুমান, এই বিষয়ে জড়িয়ে রয়েছেন আরও কয়েকজন। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। কিন্তু দিনের পর দিন কী ভাবে এই বিপুল পরিমাণ অর্থের তছরূপ হল, তা নিয়েই চিন্তা করছে প্রশাসন।
advertisement
advertisement
শঙ্কু সাঁতরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2022 7:25 PM IST

