Crime :কেষ্টপুরে উদ্ধার বিউটি পার্লার কর্মীর দেহ! খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এ ই ২৪৭ নম্বর বাড়িতে অভিষিক্তা দে সাহা নামে এক মহিলার দেহ ঘরের ভেতর থেকে খাটের উপর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়।
কলকাতা: কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এ ই ২৪৭ নম্বর বাড়িতে অভিষিক্তা দে সাহা নামে এক মহিলার দেহ ঘরের ভেতর থেকে খাটের উপর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়। মৃতদেহটি রহস্যজনকভাবে উপুড় হয়ে ছিল বলে জানিয়েছে বাগুইআটি থানার পুলিশ।
পেশায় বিউটি পার্লার কর্মী অভিষিক্তা দে সাহার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেষ্টপুর রবীন্দ্রপল্লীর ২৪৭ নম্বর বাড়ির তিনতলার ঘরটি বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল। পুলিশ সূত্রে খবর, মৃতার স্বামী বেসরকারি সংস্থার কর্মী বুদ্ধদেব সাহা বাড়ি ফিরে বাইরে থেকে তালা খুলে ঘরে প্রবেশ করে স্ত্রীর মৃতদেহ দেখতে পান।
advertisement
advertisement
এরপরেই খবর যায় বাগুইআটি থানায়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট হাতে পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ঘটনার তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যেই স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2024 11:03 PM IST










