Calcutta HC on RG Kar Doctor Case:পুলিশের নজরে লকেট! আরজি কর নির্যাতিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখে বিপাকে সাংসদ

Last Updated:

Calcutta HC on RG Kar Doctor Case: সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম ও ছবি প্রকাশ্যে এনে পুলিশের নজরে ১৫০ জন! নোটিস পেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। থানায় ডাকা হল ২ ডাক্তারকেও।

ক্ষুব্ধ লকেট?
ক্ষুব্ধ লকেট?
কলকাতা: স্যোশাল মিডিয়ায় নির্যাতিতার ছবি প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারের নজরে ১৫০ জন। ইতিমধ্যেই নোটিস দিয়ে লালবাজারে তলব করা হয়েছে দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। নোটিস দেওয়া হয়েছে প্রায় ১৫০ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। গুজব ছড়ানোর জন্য তিনিও পুলিশের নজরে। শনিবারও একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ।
লকেটকে নোটিস দেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তিনি অবশ্য বলেন, “কোনও নোটিস পাইনি। লালবাজার কত মানুষকে নোটিস দেবে? লালবাজারে সব মানুষের জায়গা হবে তো? সোশ্যাল মিডিয়ার দিকে লালবাজার না তাকিয়ে বসে থেকে তথ্য প্রমাণ লোপাট না করে সিবিআইকে সব সঠিক তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করুক।”
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ ছিল হাইকোর্টের। সেই নির্দেশ অমান্য করেই চলছে ছবি এবং তথ্য ফাঁস। নির্যাতিতার নাম এবং ছবি দিয়ে একাধিক পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছে পুলিশ। তবু কর্ণপাত করছেন না অনেকেই।
চিকিৎসক খুনের ঘটনায় এমনিতেই উত্তাল বাংলা। রাজ্য ছাড়িয়ে বিক্ষোভের আঁচ এখন দেশ জুড়ে। বিদেশ থেকেও প্রতিবাদ-মিছিল দেখা গিয়েছে প্রবাসীদের। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে মৃত চিকিৎসক তরুণীর একের পর এক ছবি। এমনকী প্রকাশ্যে এসেছে মৃত্যুর পর সেমিনার রুমে পড়ে থাকা নির্যাতিতার ক্ষতবিক্ষত দেহের ছবিও। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশে এ বার কেউ যদি ধর্ষিতার ছবি প্রকাশ্যে আনেন, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
advertisement
আইন অনুযায়ী, ধর্ষিতার ছবি, নাম কিংবা অন্যান্য তথ্য প্রকাশ্যে আনা দণ্ডনীয় অপরাধ। জনতা সে কথা গ্রাহ্য না করেই দেদার ছড়িয়ে দিচ্ছেন ছবি, বিভিন্ন মাধ্যমে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে আরজি কর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষিত এবং খুন হওয়া সেই ডাক্তারি পড়ুয়ার ছবি। এ পরিস্থিতিতে রাশ টানতেই তৎপর হয়েছে প্রশাসন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta HC on RG Kar Doctor Case:পুলিশের নজরে লকেট! আরজি কর নির্যাতিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখে বিপাকে সাংসদ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement