#কলকাতা: বেহালার শিশিরবাগানে ফাঁকা বাড়িতে বৃদ্ধার রহস্যমৃত্যু। লন্ডভন্ড ঘর থেকে উদ্ধার শুভ্রা ঘোষদস্তিদারের দেহ। চুরি করতে এসে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। খুনি বৃদ্ধার পরিচিত বলেও ধারণা তদন্তকারীদের। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক এক রংমিস্ত্রি।২২৬B, শিশিরবাগান রোড। বেহালার ঘিঞ্জি এলাকা। চারপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বাড়ি। এমন একটি জায়গায় বৃহস্পতিবার ভরদুপুরে এক বৃদ্ধার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। মৃত বছর পঁচাত্তরের শুভ্রা ঘোষদস্তিদার। এদিন বাড়ির দোতলার মেঝে থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে বাড়িতে একাই ছিলেন শুভ্রা ঘোষদস্তিদার। সকাল সোয়া এগারোটা নাগাদ বাড়িতে আসেন পরিচারিকা। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পরও দরজা না খোলায়, তিনি ফিরে যান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Behala, Woman murdered