বহুতল থেকে রহস্য ‘ঝাঁপ’ ঘিরে জটিলতা বাড়ছে, ‘অন্ধকারে’ পুলিশ
Last Updated:
#কলকাতা: বহুতল থেকে একসঙ্গে রহস্যজনকভাবে পড়লেন তিনজন । তিনজনই একই পরিবারের সদস্য । দিদা, মা ও মেয়ের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দিদার । আড়াই বছরের শিশুটির কোনও আঘাতই লাগেনি । চিকিৎসাধীন শিশুটির মা । তবে, এই ঘটনাটির পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে ? সেটি এখনও প্রকাশ্যে আসেনি ৷
মা ইন্দিরা মোহতা এখনও অচৈতন্য অবস্থায় হাসপাতালের বিছানাতে শুয়ে ৷ চিকিৎসা চলছে ৷ তাই কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি এখনও জানা যায়নি ৷
অন্যদিকে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বৃদ্ধা মহিলার ৷ ঘটনার তদন্তে নেমে বৃদ্ধা মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পোস্তা থানার পুলিশ ৷ কিন্তু সেই রিপোর্টেও উল্লেখযোগ্য কিছু আসেনি ৷ কেউ ধাক্কা মেরে তাকে চারতলা থেকে ফেলে দিয়েছে নাকি আত্মহত্যা ? কোনও বিষয়ই স্পষ্ট নয় ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, বছর দেড়েত আগে স্বামীর বিরুদ্ধে ৪৯৮ ধারায় মামলা দায়ের করে ইন্দিরা ৷ সম্প্রতি সেটার চার্জশিট পেশ হয় ৷ এই ঘটনার পিছনে কি তাহলে ইন্দিরার স্বামী কোনওভাবে জড়িত রয়েছে ? সেটি নিয়েও সন্দেহ রয়েছে ৷ আগামিকাল ইন্দিরার স্বামীকে জেরা করবে পোস্তা থানার পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2018 10:33 PM IST