RG Kar Hospital: পাঁচ তলা থেকে হঠাৎ কী যেন পড়ল! RG Kar হাসপাতালে সাত-সকালে মারাত্মক কাণ্ড
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
RG Kar Hospital: গত ২৩ তারিখে আর জি কর হাসপাতাল থেকে নিয়ে আসা হয় তাঁকে। তারপর থেকে তিনি এমার্জেন্সি বিল্ডিংয়ের পাঁচ তলায় ভর্তি ছিলেন।
#কলকাতা: আরজিকর হাসপাতালের (RG Kar Hospital) ৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা রোগীর। বনগাঁর বাসিন্দা পঞ্চানন হালদারের(৬০) সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। তারপরে তিনি বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কিন্তু গত ২৩ তারিখে আর জি কর হাসপাতাল থেকে নিয়ে আসা হয় তাঁকে। তারপর থেকে তিনি এমার্জেন্সি বিল্ডিংয়ের পাঁচ তলায় ভর্তি ছিলেন।
এছাড়া তাঁর ব্রেন টিউমার ছিল। সোমবার ভোরে পাঁচতলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সূত্রের খবর, মানসিক অবসাদে তিনি ভুগছিলেন। এদিন যখন তিনি পাঁচ তলা থেকে ঝাঁপ মারেন, নীচে এসি-র মধ্যে আটকে যান। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দমকলে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
দমকলের আধিকারিকরা এসে এসির উপর থেকে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যে হাসপাতালের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে।
বছর দুয়েক আগেও আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন জুনিয়র মহিলা চিকিৎসক। ওই চিকিৎসকের নাম ছিল পৌলমী সাহা। আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি। তাঁর ফিভার ক্লিনিকে ডিউটি ছিল বলে জানা যায়। ডিউটি যাওয়ার আগে তিনি ঝাঁপ দেন। ঘটনাস্থলেই ওই মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছিল। কিছু দিন ধরে ওই ডাক্তার মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 11:31 AM IST