নতুন নোট জমা দিয়েই জেল থেকে ছাড়া পেলেন পৌঢ়

Last Updated:

নতুন নোট জমা দিয়ে অবশেষে জেলের বাইরে পা রাখলেন কলেজ স্ট্রিটের বাসিন্দা বিজয় শীল।

#কলকাতা:  নোটের গেরোয় গারদে ঢুকতে হয়েছিল। নতুন নোট জমা দিয়ে অবশেষে জেলের বাইরে পা রাখলেন কলেজ স্ট্রিটের বাসিন্দা বিজয় শীল। পুরনো নোটে খোরপোশের টাকা দিতে চাওয়ায়, গত ১৫ নভেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় ব্যাঙ্কশাল আদালত। দু'সপ্তাহ জেল কাটানোর জন্য মোদির সিদ্ধান্তকেই দুষছেন প্রৌঢ়।
জেল থেকে বেরিয়ে আবেগ সামলাতে পারছিলেন না সত্তোরর্ধ্ব বিজয় শীল। চশমার ভিতর থেকে চিকচিক করছিল চোখের জল। জেলের বাইরে পা রেখেই জড়িয়ে নিলেন ভাই অজয় শীলকে। জড়িয়ে নিলেন ভাইপোকেও। বিগত দু্'সপ্তাহ প্রেসিডেন্সি জেলের গারদের ভিতরে বসে, কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে। জেল খাটা প্রৌঢ়ের আক্ষেপ, সুযোগই দিলেন না প্রধানমন্ত্রী।
advertisement
চলতি মাসের ১৫ তারিখ জীবন অনেকটাই পাল্টে গিয়েছিল অবসরপ্রাপ্ত এই ইঞ্জিনিয়রের। কী হয়েছিল সেদিন ?
advertisement
 নোটের গেরোয় গারদে!
- খোরপোশের ২ লক্ষ ২৫ হাজার টাকা দিতে পুরনো ৫০০ ও ১ হাজারের নোট নিয়ে ব্যাঙ্কশাল পরিবার আদালতে যান বিজয় শীল
- বাতিল নোটে খোরপোশ নিতে অস্বীকার করেন প্রাক্তন স্ত্রী সুমিত্রা শীল
advertisement
- এনিয়ে আদালতেই দু'পক্ষের আইনজীবীর মধ্যে তুমুল বিতর্ক হয়
- শেষপর্যন্ত বিজয় শীলকে সটান ১ মাসের জেল হেফাজতে পাঠান বিচারক শ্যামল কুমার দাস
তাই নোট বাতিলকে দুষলেও প্রৌঢ়ের মতে, বিষয়টি আরও গভীরে বিবেচনা করে নির্দেশ দিতে পারতেন বিচারক।
নোট সমস্যার গেরোয় গারদে ঢুকতে হয়েছে বিজয় শীলকে। সেই নোট সমস্যার জন্য দায়ী কে? উত্তরের খোঁজে হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন প্রৌঢ়ের আইনজীবী।
advertisement
এদিন নতুন নোটে খোরপোশের টাকা মেটানোর পরই জেল থেকে মুক্তি পান বিজয় শীল। ১১২টি ২০০০ টাকার নোট, ১০টি ১০০ টাকার নোটে খোরপোশের টাকা মেটান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নতুন নোট জমা দিয়েই জেল থেকে ছাড়া পেলেন পৌঢ়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement