Old Age: যোগাযোগ রাখেন না মেয়ে, বাড়িভাড়ার বকেয়া থাকায় বাড়িওয়ালা উচ্ছেদ করলেন বৃদ্ধ বৃদ্ধাকে

Last Updated:

Old Age: দেশে বেসরকারি সংস্থাগুলিতে চাকরি থাকাকালীন প্রত্যেকের আর্থিক অবস্থা মোটের ওপর ভালো থাকে। কিন্তু বয়সকালে পেনশন কিংবা রোজগারে না থাকার ফলে আস্তাকুড়ের মতো হয়ে পড়ছে বয়স্করা। এই বিষয়ে সরকারের ভূমিকা কোনভাবেই চোখে পড়ে না।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা : সকাল সাড়ে নটায় দুটি ভ্যান এসে খাট বিছানা থেকে আরম্ভ করে সংসারের বিভিন্ন মালপত্র মেট্রোরেলের ব্রীজের নিচে নামিয়ে দিয়ে চলে গেল।খানিকক্ষণ পরে দেখা গেল সেই মালপত্র আগলে বসে রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা।জায়গাটি হল গড়িয়া স্টেশনের পাশে পুরসভা অফিসের পিছনের দিকে ত্রিকোণ পার্ক।
পরে সবাই জানতে পারেন ওই বৃদ্ধ দেব কুমার রায় (৬৯) ও স্ত্রী শ্যামলী রায় (৬২) দুজন মিলে পূর্ব বালিয়ায় বুলা মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন।মাসে ৩০০০ টাকা করে একটি ঘরের ভাড়া ছিল।৬৯ বছরের বৃদ্ধ বেসরকারি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন।অবসর নেওয়ার পর যা টাকা ছিল তাতেই এতদিন চলেছে। তাঁদের আর টাকা নেই।  তাই বাড়িওয়ালির ভাইপো বাবুসোনা জোর করে তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছে,বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন :  নীলষষ্ঠী উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
দেব কুমার বাবু জীবনের সঞ্চয় দিয়ে মেয়ে পূজাকে নামী জায়গা থেকে ম্যানেজমেন্ট পড়িয়েছিলেন। মেয়ে এখন মুম্বইতে চাকরিরত।সেখানেই সংসার পেতেছেন। অভিযোগ, তিনি বাবা মায়ের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখেন না। যার ফলে বৃদ্ধ এখন অসহায় হয়ে পড়েছেন। তিনি এই পরিস্থিতির কথা মেয়েকে জানাতে চাইছিলেন না। এইরকম অমানবিক আচরণ শহর কলকাতায় খুব একটা দেখা যায় না। বিষয়টি রাজপুর সোনারপুরের কাউন্সিলর পিন্টু দেবনাথের কানে আসার পরেই,তিনি এই দুজনের থাকার একটি ঘরের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
কিন্তু এই মুহূর্তে যেখানে তাঁরা রয়েছেন, সেখানে যেরকম মশা, তেমনই সাপের উৎপাত রয়েছে । তাঁদের সেখানে করুণ অবস্থায় দিন কাটছে।  পাশের বাড়িগুলো থেকে খাবার এলে খাচ্ছেন। নইলে দুজনে অসুস্থ বসে থাকছেন ওখানে। বিষয়টি রেলপুলিশের নজরে এলেও, তারা আমল দিতে চাননি।   এখন বৃদ্ধ-বৃদ্ধা নিজেদের ভাগ্যকেই দোষ দিয়ে ওই বাড়িওয়ালার বিরুদ্ধে থানায় জানাতে চাননি। তবে বাড়ি ওয়ালার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Old Age: যোগাযোগ রাখেন না মেয়ে, বাড়িভাড়ার বকেয়া থাকায় বাড়িওয়ালা উচ্ছেদ করলেন বৃদ্ধ বৃদ্ধাকে
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement