Coin Collection: নেতাজির স্মৃতি বিজড়িত কয়েন, মেডেল-সহ আরও দুস্প্রাপ্য সব কয়েনের প্রদর্শনী বালিগঞ্জে

Last Updated:

Coin Collection: বিনিময় প্রথায় বহু সমস্যা কাটাতে শুরু হয়েছিল মুদ্রার। ধাতব এই বস্তুটি পরবর্তীতে হয়ে ওঠে আর্থিক লেনদেনের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: দুনিয়ার অন্যতম এক প্রাচীন শখ। রোমান সম্রাট জুলিয়াস সিজার ছিলেন প্রথম মুদ্রা সংগ্রাহক। মুদ্রা সংগ্রহ অনেকের কাছে শখ হলেও এর গুরুত্ব অনেক। এক টুকরো ধাতবে লুকিয়ে থাকে অতীতের অনেক অজানা কথা। আগামী পয়লা এপ্রিল থেকে তেসরা এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বালিগঞ্জ পার্কে হলদিরাম ব্যাঙ্কয়েটে অনুষ্ঠিত হতে চলেছে দেশের অন্যতম বৃহৎ মুদ্রা প্রদর্শনী। থ্যালাসেমিয়া অ্যান্ড এইডস প্রিভেনশন সোসাইটি এবং এসজি রয়্যাল হবি সেন্টারের যৌথ উদ্যোগে এই মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামী পয়লা এপ্রিল বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হরেন্দ্রনাথ বাগচী,নেতাজি গবেষক পূরবী রায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। ওইদিনই বেলা একটায় নেতাজিকে নিয়ে বিশেষ মুদ্রা,স্মারক,কাভার-এর প্রদর্শনীর উদ্বোধন করবে থ্যালসেমিয়া আক্রান্ত শিশুরা। আর ২ এপ্রিল,শনিবার, বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে বিশেষ নিলাম। এই প্রদর্শনীতে মোট ৫৩টি স্টল থাকবে, যেখানে প্রাচীন,দুষ্প্রাপ্য মুদ্রা, নোট থেকে শুরু করে আরও নানা দুষ্প্রাপ্য জিনিস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বেশ কিছু গুরুত্বপূর্ণ চিঠি থাকছে।
বিনিময় প্রথায় বহু সমস্যা কাটাতে শুরু হয়েছিল মুদ্রার। ধাতব এই বস্তুটি পরবর্তীতে হয়ে ওঠে আর্থিক লেনদেনের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই ইতিহাসের অন্যতম প্রামাণ্য দলিল হিসাবে ধরা হয় মুদ্রাকে। মুদ্রার মধ্যে দিয়ে ইতিহাসকে খোঁজেন উৎসাহীরা,গবেষকরা। ইতিহাস সংরক্ষণের পাশাপাশি এই মুদ্রার মাধ্যমে ইতিহাসের হারিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসে। মুদ্রা সংগ্রহ নিয়ে সাধারণের মধ্যে আরও সচেতনতা বাড়াতে এই মুদ্রা প্রদর্শনী।
advertisement
advertisement
এই  মুদ্রা প্রদর্শনীর থিম নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। নেতাজির স্মৃতিজড়িত কয়েন, মেডেল এর সঙ্গে ইতিহাসের আরও অজানা তথ্যের সন্ধান পাওয়া যাবে এই প্রদর্শনীতে বলে জানান মুদ্রা প্রদর্শনীর মুখ্য সংগঠক শৈলেন ঘোষ। থ্যালাসেমিয়া এন্ড ইটস প্রিভেনশন সোসাইটি সম্পাদক তথা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা শৈলেন ঘোষ আরও জানান, রোমান, গ্রিক, সুলতানী,বাদশাহী, ব্রিটিশ, মুঘল জমানার মুদ্রা, বা মুর্শিদাবাদের নবাবদের প্রচলিত কয়েন। এক ছাদের নীচে এই প্রদর্শনীতে মুদ্রা কেনার সুযোগও থাকছে। একইসঙ্গে থাকছে দুষ্পাপ্র নোট,যা গবেষক এবং ইতিহাসবিদদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে দেবে। তিনি আরও জানান," ডাকটিকিট বা স্ট্যাম্প এর মতো অনেকেই পুরনো বা দুষ্প্রাপ্য মুদ্রা সংগ্রহ করেন। তবে অনেক ক্ষেত্রেই রাস্তার ধারের দোকান বা ঠগ মানুষের থেকে নকল মুদ্রা কিনে সংগ্রাহকরা ঠকে যান। এখানে যে সব মুদ্রা বিক্রি হবে, তা নিউমিসম্যাটিক সোসাইটি-র বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করিয়ে নেওয়ার সুযোগ থাকছে।"প্রাচীন বাংলার সামাজিক,অর্থনৈতিক,সাংস্কৃতিক অবস্থার নানা তথ্য এই মুদ্রাগুলি থেকে জানা যাবে। তবে শুধু প্রদর্শনী নয়, বর্তমান প্রজন্মের মধ্যে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রাচীন মুদ্রা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন।
advertisement
Avijit Chanda 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coin Collection: নেতাজির স্মৃতি বিজড়িত কয়েন, মেডেল-সহ আরও দুস্প্রাপ্য সব কয়েনের প্রদর্শনী বালিগঞ্জে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement