Coromandel Express Accident : ট্রেন দুর্ঘটনায় এ রাজ্যের আহতদের কটক ও মেদিনীপুরের হাসপাতাল থেকে আনা হবে কলকাতায়, পৌঁছেছে বিশেষ টিম

Last Updated:

Coromandel Express Accident : রাজ্যের আইএস অফিসারদের নিয়ে বিশেষ টিম রবিবার রাতে পৌঁছেছে কটক হাসপাতালে

কটক হাসপাতাল থেকে রাজ্যের হাসপাতালগুলিতে আহতদের স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে
কটক হাসপাতাল থেকে রাজ্যের হাসপাতালগুলিতে আহতদের স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে
কলকাতা : শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর বালেশ্বর হাসপাতালে এখনও পর্যন্ত রাজ্যের চারজন চিকিৎসাধীন। তার মধ্যে দু’জন আইসিইউতে এবং দু’জন জেনারেল বেডে। কটক হাসপাতালে এখনও রাজ্যের ৪০ থেকে ৫০ জনের চিকিৎসা চলছে। তার মধ্যে একাধিক আহত আইসিইউতে চিকিৎসাধীন। রাজ্যের আইএস অফিসারদের নিয়ে বিশেষ টিম রবিবার রাতে পৌঁছেছে কটক হাসপাতালে। আজ, সোমবার কটক হাসপাতাল থেকে রাজ্যের হাসপাতালগুলিতে আহতদের স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে।
অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে সোমবার বেশ কিছু আহত যাত্রীকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হচ্ছে। কয়েকজনকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স-এও পাঠানো হবে। এদিন আরও কয়েকজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কলকাতা থেকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন :  উষ্ণতার মাপকাঠিতে রাজস্থানকে টেক্কা দিয়েছে বাংলার পাহাড়ি শহরগুলি, সিকিমেও তাপপ্রবাহ! এবার গরমে এই উল্টো ছবির কারণ কী, জানুন
এর পাশাপাশি বিভীষিকা কাটিয়ে ছন্দে ফিরছে ওড়িশার বাহানাগা বাজার স্টেশন। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারপর্ব এবং সঙ্গে বিপর্যস্ত রেললাইন ও ছিঁড়ে যাওয়া তার মেরামতির কাজে হাত লাগায় রেল। অবশেষে রবিবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে ডাউন লাইনে মালগাড়ি চালানো হয়। দ্রুত ট্রেন পরিষেবা চালু হবে বলেও রেল দফতর সূত্রে খবর। ডাউন লাইনে পরীক্ষামূলকভাবে মালগাড়ি চালানোর পর ভাগ্যবিধাতাকে প্রণাম করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে থেকে সম্পূর্ণ পরিস্থিতির তদারকি করেছিলেন তিনি।
advertisement
advertisement
পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হলেও দুর্ঘটনাস্থলে এখনও চলছে প্রিয়জনদের জন্য খোঁজ৷ দলা পাকিয়ে উঠছে আর্তনাদ আর চাপা কান্না৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express Accident : ট্রেন দুর্ঘটনায় এ রাজ্যের আহতদের কটক ও মেদিনীপুরের হাসপাতাল থেকে আনা হবে কলকাতায়, পৌঁছেছে বিশেষ টিম
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement