ফের সাহায্য নবীনের, আমফানে গৃহহীনদের জন্য ওড়িশা থেকে ৫০০ টন ত্রিপল আসছে বাংলায়

Last Updated:

আজও অনেকের মাথায় ছাদ ফিরিয়ে দিতে পারেনি প্রশাসন । তাই এবার ওড়িশার মুখ্যমন্ত্রীর আশ্বাস, বাংলার মানুষের জন্য পাঠানো হবে ৫০০ টন ত্রিপল ।

#কলকাতা: ঘূর্ণিঝড় আমফান এ রাজ্যে ধ্বংসলীলা চালানোর পর পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কথা রাখলেন তিনি । গত রবিবার ওড়িশা থেকে উদ্ধারকারী দল পাঠিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার ওড়িশা থেকে সড়কপথে এ রাজ্যে আসে উদ্ধারকারী দলটি। সোমবার থেকে রাজ্যে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন তাঁরা। ওড়িশার দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে পাঠানো হয়েছে রাজ্য সরকারকে উদ্ধার কাজে সাহায্য করার জন্য। ৩৭৫ জনের উদ্ধারকারী দল রবিবার রাজ্যে পৌঁছানোর পর সোমবার থেকেই কলকাতা-সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে। বিভিন্ন দলে ভাগ হয়ে কোথাও পুলিশ, কোথাও পুরসভাকে সাহায্য করছে ওড়িশার এই দলটি।
এবার প্রতিবেশী রাজ্য থেকে এল আরও একটি পাশে দাঁড়ানোর প্রস্তাব । তবে এবার একটু অন্যরকমভাবে । বিধ্বংসী আমফানে বাংলার বহু মানুষ গৃহহীন । বিপর্যয়ের এক সপ্তাহ কাটতে চলেছে । আজও অনেকের মাথায় ছাদ ফিরিয়ে দিতে পারেনি প্রশাসন । তাই এবার ওড়িশার মুখ্যমন্ত্রীর আশ্বাস, বাংলার মানুষের জন্য পাঠানো হবে ২০*২০ মাপের ৫০০ টন ত্রিপল, যা দিয়ে অস্থায়ীভাবে অনেকের মাথার উপর তৈরি করা যাবে আচ্ছাদন।
advertisement
এ দিন ওড়িশার মুখ্য সচিবের অফিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট বার্তায় জানানো হয়, ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, সমস্তরকম ভাবে বাংলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত । এই মুহূর্তে অমফান বিধ্বস্ত বহু মানুষের মাথায় ছাদ নেই । তাই যত শীঘ্র সম্ভব ৫০০ টন ত্রিপল ট্রাকে করে পৌঁছে দেওয়া হবে ।’’
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের সাহায্য নবীনের, আমফানে গৃহহীনদের জন্য ওড়িশা থেকে ৫০০ টন ত্রিপল আসছে বাংলায়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement