ফের সাহায্য নবীনের, আমফানে গৃহহীনদের জন্য ওড়িশা থেকে ৫০০ টন ত্রিপল আসছে বাংলায়
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আজও অনেকের মাথায় ছাদ ফিরিয়ে দিতে পারেনি প্রশাসন । তাই এবার ওড়িশার মুখ্যমন্ত্রীর আশ্বাস, বাংলার মানুষের জন্য পাঠানো হবে ৫০০ টন ত্রিপল ।
#কলকাতা: ঘূর্ণিঝড় আমফান এ রাজ্যে ধ্বংসলীলা চালানোর পর পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কথা রাখলেন তিনি । গত রবিবার ওড়িশা থেকে উদ্ধারকারী দল পাঠিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার ওড়িশা থেকে সড়কপথে এ রাজ্যে আসে উদ্ধারকারী দলটি। সোমবার থেকে রাজ্যে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন তাঁরা। ওড়িশার দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে পাঠানো হয়েছে রাজ্য সরকারকে উদ্ধার কাজে সাহায্য করার জন্য। ৩৭৫ জনের উদ্ধারকারী দল রবিবার রাজ্যে পৌঁছানোর পর সোমবার থেকেই কলকাতা-সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে। বিভিন্ন দলে ভাগ হয়ে কোথাও পুলিশ, কোথাও পুরসভাকে সাহায্য করছে ওড়িশার এই দলটি।
এবার প্রতিবেশী রাজ্য থেকে এল আরও একটি পাশে দাঁড়ানোর প্রস্তাব । তবে এবার একটু অন্যরকমভাবে । বিধ্বংসী আমফানে বাংলার বহু মানুষ গৃহহীন । বিপর্যয়ের এক সপ্তাহ কাটতে চলেছে । আজও অনেকের মাথায় ছাদ ফিরিয়ে দিতে পারেনি প্রশাসন । তাই এবার ওড়িশার মুখ্যমন্ত্রীর আশ্বাস, বাংলার মানুষের জন্য পাঠানো হবে ২০*২০ মাপের ৫০০ টন ত্রিপল, যা দিয়ে অস্থায়ীভাবে অনেকের মাথার উপর তৈরি করা যাবে আচ্ছাদন।
advertisement
এ দিন ওড়িশার মুখ্য সচিবের অফিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট বার্তায় জানানো হয়, ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, সমস্তরকম ভাবে বাংলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত । এই মুহূর্তে অমফান বিধ্বস্ত বহু মানুষের মাথায় ছাদ নেই । তাই যত শীঘ্র সম্ভব ৫০০ টন ত্রিপল ট্রাকে করে পৌঁছে দেওয়া হবে ।’’
advertisement
advertisement
The extremely severe cyclone #Amphan has left many without roofs in WB . Our CM has advised to assist every way we can . The state requires temporary roofing materials.We are rushing 500 tonnes of 20*20 polythene immediately by trucks .@CMO_Odisha @SRC_Odisha @IPR_Odisha
— ChiefSecyOdisha (@SecyChief) May 26, 2020
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 11:25 PM IST