Oath Taking Ceremony: আজ শপথ গ্রহণ ৪ নবনির্বাচিত বিধায়কের! শপথবাক্য পাঠ করাবেন কে? সায়ন্তিকা-রেয়াতের শপথের পরেও কীসের জট?

Last Updated:

Oath Taking Ceremony: আজ মঙ্গলবার নবনির্বাচিত চার বিধায়কের শপথগ্রহণ হবে বিধানসভায় । গতকাল সোমবার বিএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আজ দুপুর একটায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করাবেন।

আজ শপথ গ্রহণ ৪ নবনির্বাচিত বিধায়কের! শপথবাক্য পাঠ করাবেন কে?  সায়ন্তিকা-রেয়াতের শপথের পরেও কীসের জট?
আজ শপথ গ্রহণ ৪ নবনির্বাচিত বিধায়কের! শপথবাক্য পাঠ করাবেন কে? সায়ন্তিকা-রেয়াতের শপথের পরেও কীসের জট?
কলকাতা: আজ মঙ্গলবার নবনির্বাচিত চার বিধায়কের শপথগ্রহণ হবে বিধানসভায় । গতকাল সোমবার বিএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আজ দুপুর একটায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করাবেন। তিনি বলেন, রাজ্যপালের কাছ থেকে এখনও কোনও বার্তা আসেনি। আজ অধিবেশনেই তিনি এই বিষয়ে যা বলার বলবেন।
বিধানসভায় যখন এই ঘটনা ঘটছে তখনই জানা যায়, কয়েকদিন আগেই বিধানসভায় শপথ নেওয়া দুই তৃণমুল বিধায়ক রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন তাঁর কথা অনুযায়ী শপথ গ্রহণ হয়নি সে-বিষয়ে কার্যত কৈফিয়ত চেয়ে জরিমানা করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁদের।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী চিঠিতে বলা হয়েছে, তাঁর নির্দেশ অনুযায়ী ডেপুটি স্পিকারের কাছে শপথ না নিয়ে বিধানসভায়  অংশগ্রহণ করলে বা ভোটাভুটিতে থাকলে তা অসাংবিধানিক হবে। এরপরই  দুই বিধায়ক রেয়াত ও সায়ন্তিকা রাজ্যপালের চিঠি নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন। দীর্ঘক্ষণ বৈঠক শেষে দুজনেই বলেন, আজ অধিবেশনে থাকবেন তাঁরা। আর জরিমানা কাকে কীভাবে দিতে হবে সেসবও বলা নেই। ফলে যা হবে দেখা যাবে।
advertisement
গতকাল সোমবার বিধানসভায় আসেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর এবং সুপ্তি পাণ্ডে। আজকে শপথের খবর পেয়ে চারজনই খুশি। আজ এখনও অবধি রাজভবন থেকে শপথগ্রহণ নিয়ে কোনও ইতিবাচক জবাব মেলেনি। সে-কারণে বিধানসভার রীতি মেনে শপথ নেবেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর।
advertisement
১৩ জুলাই উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছে, তাতে শপথগ্রহণ সংক্রান্ত কোনও দায়দায়িত্বের কথা বলা হয়নি।
advertisement
আজ থেকে ফের শুরু হওয়া বিধানসভা অধিবেশনে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট— নিট পরীক্ষা ও নতুন তিন ফৌজদারি আইন নিয়ে প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। রাজ্য তফসিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি কল্যাণ পর্ষদ আইনের একটি সংশোধনীও অধিবেশনে আসছে। রাজ্য বিধানসভার অধিবেশন সোমবার থেকেই শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Oath Taking Ceremony: আজ শপথ গ্রহণ ৪ নবনির্বাচিত বিধায়কের! শপথবাক্য পাঠ করাবেন কে? সায়ন্তিকা-রেয়াতের শপথের পরেও কীসের জট?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement