মৃত সদ্যোজাতকে ভেন্টিলেশনে রেখে বিল বাড়াচ্ছে নার্সিংহোম, রণক্ষেত্র পার্কসার্কাস
Last Updated:
#কলকাতা: নবজাতকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র নার্সিংহোম। পার্কসার্কাসের বেসরকারি নার্সিং হোমের ঘটনা। মৃত নবজাতককে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ পরিবারের। মৃত শিশুর নাম আরশাদ কুরেশি। হাওড়া শিবপুর এর বাসিন্দা আরশাদের বয়স দেড় মাস। গত ২৩ তারিখ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে বিভিন্ন হাসপাতাল ঘুরে পরিবারের লোকজন পাকসার্কাসের বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসেন। প্রথমদিন থেকেই শিশুটি ভেন্টিলেশনে ছিল। আজ শিশুটির মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ আজকে সকালে পুরো টাকা দাবি করেন। বাড়ির লোকজনের সন্দেহ হয়। ওদের দাবি, হাসপাতালে বিক্ষোভ শুরু করলে শিশুটিকে তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই শুরু হয় বিক্ষোভ-ভাঙচুর। পরিজনদের হাতে আক্রান্ত হন নার্সিংহোমের চার কর্মী। একজনের অবস্থা গুরুতর বলে দাবি নার্সিংহোমের। তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানার পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে ভাঙচুর। ৫ জনকে আটক করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 26, 2019 7:20 PM IST