প্রতিবাদে সামিল SSKM-এর নার্সরা, সমর্থন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে
Last Updated:
#কলকাতা: এ বার ধর্নায় বসতে চলেছেন SSKM-এর নার্সরা ৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে যে তাঁরাও রয়েছেন ৷ তা বোঝাতে ধর্নায় বসতে চলছেন নার্সরা ৷ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চিকিত্সা পরিষেবা শিকেয় উঠেছে রাজ্যে ৷ এ হেন পরিস্থিতিতে এসএসকেএম-এ আন্দোলনকারী ডাক্তারদের অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
কিন্তু মুখ্যমন্ত্রী সহমর্মিতার সঙ্গে তাঁদের সঙ্গে আলোচনা করেননি বলে অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা ৷ এরপরেই ডাক্তারদের প্রতিনিধি দল এদিন রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করে ৷ এই পরিস্থিতির উপর তাঁরা রাজ্যপালকে দৃষ্টিপাত করার আবেদনও জানান ৷ পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে ৷ এই অবস্থায় পরিস্থিতিটি আরও ঘারোলা হয়ে উঠছে ৷ এ বার SSKM হাসপাতালে ধর্নায় বসতে চলেছেন নার্সরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2019 4:20 PM IST