ব্যবসায়ীকে মারধর-শ্লীলতাহানি, দুই অপরাধেই শিরোনামে বাগুইহাটি

Last Updated:

ফের একের পর এক অভিযোগ নিয়ে শিরোনামে বাগুইআটি ৷ খাস কলকাতার এই অঞ্চলে আইনশৃঙ্খলার অবনতি বুধবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুটি ঘটনা ৷

#বাগুইআটি: ফের একের পর এক অভিযোগ নিয়ে শিরোনামে বাগুইআটি ৷ খাস কলকাতার এই অঞ্চলে আইনশৃঙ্খলার অবনতি বুধবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুটি ঘটনা ৷ একদিকে গাড়ি রাখা নিয়ে ব্যবসায়ীকে মারধর, অন্যদিকে বাড়িতে ঢুকে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে বাগুইআটিতে ৷
বাগুইহাটির জ্যাংরায় গাড়ি দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর সুজিত মণ্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ ব্যবসায়ী অনুপ গুপ্তের অভিযোগ নবমীর রাতে ঠাকুর দেখে ফেরার সময় তাঁর কাছে ব্যবহারের জন্য গাড়িটি চান সুজিত মণ্ডল ওরফে মিন্টু ৷ কিন্তু গাড়িতে ওই ব্যবসায়ী ছাড়াও তাঁর পরিবারের মানুষ থাকায় গাড়ি দিতে অস্বীকার করেন তিনি ৷
advertisement
অভিযোগ, এরপরই মঙ্গলবার ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ মারের চোটে গুরুতর আঘাত পেয়েছেন ব্যবসায়ী অনুপ গুপ্ত ৷ তাঁর একটি চোখে গুরুতর জখম লেগেছে ৷ ঘটনায় কাউন্সিলরের নামে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী ৷
advertisement
অন্যদিকে, বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করার মতো গুরুতর অভিযোগও উঠেছে বাগুইআটিতে ৷ বাগুইআটির সন্তোষপল্লিতে পুরনো বিবাদের প্রতিশোধ নিতে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেন এক ব্যক্তি ৷ ঘটনায় খোকন নামে এক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা ৷ তাঁর অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বুধবার বাড়িতে ঢুকে তাঁর সঙ্গে অভব্য আচরণ করে খোকন ৷
advertisement
ওই ব্যক্তির বোনের সঙ্গে বহু পুরনো বিবাদ ছিল মহিলার ৷ সেই ঝামেলার প্রতিশোধ নিতেই মহিলার শ্লীলতাহানি করেন অভিযুক্ত ৷ বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক অভিযুক্ত খোকন ৷ তাঁর খোঁজ করছে বাগুইআটি থানার পুলিশ ৷
গত কয়েকমাস ধরে একের পর এক অপরাধের ঘটনায় শিরোনামে বাগুইআটি ৷ কখনও বারডান্সারের রহস্যমৃত্যু, কখনও তোলাবাজির অভিযোগ, আবার কখনও খুনের ঘটনা ৷ আইনশৃঙ্খলার অবনতিতে ক্রুদ্ধ স্থানীয় বাসিন্দারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্যবসায়ীকে মারধর-শ্লীলতাহানি, দুই অপরাধেই শিরোনামে বাগুইহাটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement