NRS Medical College and Hospital: 'ফ্রি ওয়াইফাই'-এর অপব্যবহার বন্ধ! হাসপাতালে 'ব্লক' ফেসবুক, ইউটিউব থেকে সুইগি-জোম্যাটো, নজিরবিহীন পদক্ষেপ NRS-এর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
সরকারি মেডিক্যাল কলেজে যথেচ্ছভাবে 'ফ্রি ওয়াইফাই' ব্যবহার করা যাবে না! সরকারি ইন্টারনেট ব্যবহার করে, বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধার অপব্যবহার করা যাবে না! হাসপাতালে 'অন ডিউটি' থাকাকালীন চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের মোবাইল ফোনের ব্যবহার কমাতে নজিরবিহীন পদক্ষেপ শিয়ালদহ এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের
কলকাতা: সরকারি মেডিক্যাল কলেজে যথেচ্ছভাবে ‘ফ্রি ওয়াইফাই’ ব্যবহার করা যাবে না! সরকারি ইন্টারনেট ব্যবহার করে, বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধার অপব্যবহার করা যাবে না! হাসপাতালে ‘অন ডিউটি’ থাকাকালীন চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের মোবাইল ফোনের ব্যবহার কমাতে নজিরবিহীন পদক্ষেপ শিয়ালদহ এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।
হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ সবরকম সোশ্যাল মিডিয়া সাইট। ব্লক করা হল সব রকম প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট, সব রকম বাণিজ্যিক ওয়েবসাইট, সিনেমা-ওয়েব সিরিজের সাইট, নেটফ্লিক্স, আমাজন প্রাইম,হটস্টার! এমনকি ব্লক করা হয়েছে জোম্যাটো,সুইগি, ব্লিঙ্কইট- এর মতো ফুড ডেলিভারি অ্যাপগুলিও।
এনআরএস মেডিক্যাল কলেজে নতুন করে ইন্টারনেট এর firewire সিস্টেম বসানো হচ্ছে। সরকারি ইন্টারনেট ব্যবহার করে, বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধার অপব্যবহার করা যাবে না! হাসপাতালে ইন্টারনেট পরিষেবা একমাত্র প্রশাসনিক এবং শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হবে, সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যে বেসরকারি সংস্থা এই ইন্টারনেট সার্ভিস দেওয়ার দায়িত্বে আছে, তাদের লিখিতভাবে এই সমস্ত সাইট ব্লক করার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংস্থাকে পাঠানো চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, হাসপাতালে একমাত্র খোলা থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটগুলি। খোলা থাকবে হোয়াটস অ্যাপ জিমেইল, ইয়াহু এবং ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজনীয় সাইট। বাকি সব সাইট ব্লক করে দিতে হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 3:49 PM IST