বাড়ি ফিরেছেন জুনিয়র ডাক্তার পরিবহ, বাইরের লোকের সঙ্গে কথা নয়, আপাতত সম্পূর্ণ বিশ্রাম

Last Updated:
#কলকাতা: বাড়ি ফিরেছেন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। গত মঙ্গলবার আইএনকে থেকে বাড়ি ফেরেন তিনি। আপাতত বিশ্রামে রয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, বাইরের লোকের সঙ্গেও এখনই কথা না, পরিবহকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
১০ জুন, সোমবার রাতে রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস হাসপাতাল। দু’পক্ষের গোলমালে জখম হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। তারপর থেকেই কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় জরুরি বিভাগ। সুপারের ঘরের সামনে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে যান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এনআরএসে যান স্বাস্থ্য দফতরের তিন সদস্য। কথা বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। পরে প্রিন্সিপ্যাল শৈবাল মুখোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। প্রিন্সিপ্যালের ঘরে যাওয়ার সময়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা। এনআরএসে রোগীর আত্মীয়দের হাতে নিগৃহীত হন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। এনআরএস কাণ্ডের প্রতিবাদে সরব হয়ে কর্মবিরতিতে রত হন রাজ্যের চিকিৎসক মহল। তাঁদের পাশে দাঁড়ায় গোটা দেশের চিকিৎসক মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়ি ফিরেছেন জুনিয়র ডাক্তার পরিবহ, বাইরের লোকের সঙ্গে কথা নয়, আপাতত সম্পূর্ণ বিশ্রাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement