প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা

Last Updated:

এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা ৷ প্রাথমিক শিক্ষক পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷

#কলকাতা: এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা ৷ প্রাথমিক শিক্ষক পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ KMC-এর অধীনস্থ স্কুলগুলিতে শূন্যপদে চুক্তিভিত্তিক প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পৌরনিগম ৷
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১০০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে ৷ আবেদনকারী প্রার্থীর যোগ্যতামান স্নাতক ৷ উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরের কোনও একটিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে ৷ এছাড়া AICTE অনুমোদিত কোনও প্রশিক্ষণ কেন্দ্র থেকে অন্তত ছ’মাসের কম্পিউটারের প্রশিক্ষণের শংসাপত্র থাকলেই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমা রাখা হয়েছে ৩৭ ৷ ০১.০১.২০১৭-এর মধ্যে প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হলেই উক্ত পদে আবেদন করা যাবে ৷ সংরক্ষণের আওতাভুক্ত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়স ও নিয়োগ শর্তে নির্ধারিত ছাড় পাবেন ৷ কলকাতা পুরসভার বাসিন্দাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে ৷
advertisement
advertisement
উক্ত পদে আবেদনের জন্য চলতি মাসের পয়লা দিন থেকে আবেদন পত্র গ্রহণ শুরু হয়েছে ৷ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত ৷ শিক্ষাবিভাগ দফতর, ১ নং হগ স্ট্রিট (দ্বিতীয় তল), কলকাতা- ৮৭-এ যেকোনও কাজের দিন দুপুর ১২ থেকে বিকেল ৪টের মধ্যে আবেদন পত্র জমা নেওয়া হবে ৷ আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের নিজের ঠিকানা লেখা একটি খামও জমা দেওয়ার কথা বলেছে KMC ৷
advertisement
এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন কলকাতা পুরসভার ওয়েবসাইটে- www.kmcgov.in
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে কলকাতা পুরসভা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement