#কলকাতা: অসম এনআরসি নিয়ে বিতর্কের মাঝে এবার বিধানসভায়তেও নাগরিকপঞ্জি নিয়ে প্রস্তাব ৷ এবার পশ্চিমবঙ্গে NRC সংক্রান্ত প্রস্তাব আনতে চলেছে তৃণমূল সরকার ৷ সূত্রের খবর, রাজ্যে কখনই নাগরিকপঞ্জি করা হবে না এই মর্মে প্রস্তাব আনতে চলেছে সরকার ৷
৬ সেপ্টেম্বর বিধানসভায় এনআরসি নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে ৷ এই প্রস্তাবে সরকারকে সমর্থন জানিয়েছে বামফ্রণ্ট ও কংগ্রেস ৷ এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি ৷ তাই বিজেপিকে বাদ দিয়ে আলোচনার প্রস্তাব ৷ বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত ৷
অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে । তালিকায় নাম নেই ১৯ লক্ষেরও বেশি মানুষের নাম। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় রয়েছেন লক্ষ মানুষ । বাদ পড়েছে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার ৷ নাগরিকপঞ্জি থেকে বাদ ২৫ হাজার বোড়ো, ৯ হাজার রিয়াং, ৮ হাজার হাজং ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ৷ বাদ হাজার হাজার গোর্খা সম্প্রদায়ের মানুষ ৷ এছাড়া বহু সেনা কর্মী, সিআরপিএফ-এ কর্মরত যারা দেশের সেবাই নিয়োজিত তাদেরই নাম নেই এই চুড়ান্ত নাগরিকপঞ্জি তালিকায় ৷
লোকসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় নাগরিকপঞ্জি চালু করা নিয়ে সরব বিজেপি ৷ অসমের পর এরাজ্যে এনআরসি চালু করা নিয়ে বারবার ইচ্ছা প্রকাশ করেছেন কেন্দ্র থেকে রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা ৷ এরাজ্যে নাগরিকপঞ্জি যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না সেই বার্তা বার বার দিয়েছেন তৃণমূলনেত্রী ৷ শুধু তাই নয়, প্রথম থেকেই অসমেও এনআরসি চালুর বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি অসমে চুড়ান্ত তালিকায় ১৯ লক্ষ মানুষের বাদ পড়া নিয়েও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী ৷ অসমের পর এরাজ্যেও এনআরসি চালুর জল্পনা শুরু হতেই আগেভাগে বিধানসভায় প্রস্তাব এনে তাঁর বিরোধিতার পথে নামল তৃণমূল ৷ তাদের প্রস্তাবে সমর্থন রয়েছে বিরোধী বাম ও কংগ্রেসও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam NRC, Bengal NRC, Congress, Left Front, National Register of Citizenship, NRC, NRC proposed by government, TMC