সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পঞ্চায়েত বোর্ড গঠন সম্পূর্ণ, প্রকাশিত বিজ্ঞপ্তি

সুব্রত মুখোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী ৷ ফাইল ছবি ৷

সুব্রত মুখোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী ৷ ফাইল ছবি ৷

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হবে বলে বর্ধমানে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷

  • Last Updated :
  • Share this:

     #কলকাতা: সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি শেষের আগেই বোর্ড গঠনের সিদ্ধান্ত রাজ্যের ৷ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হবে বলে বর্ধমানে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন পঞ্চায়েত মামলা ৷ পরবর্তী শুনানি সোমবার ৷

    পঞ্চায়ত মামলা বিচারাধীন হলেও যেসব ক্ষেত্রে আদালতে কোনও অভিযোগ নেই, সে সব জায়গাতেই বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী ৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৷ বোর্ড গঠন হবে আটটি জেলাপরিষদে ৷ এখন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের বোর্ড গঠন করা হবে বলে জানা গিয়েছে ৷ ৩২০৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬৯২টিতে বোর্ড গঠন করবে রাজ্য সরকার ৷ আদালতের নির্দেশ মেনেই বাকি ক্ষেত্রে বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷

    অন্যদিকে, রাজ্যে পঞ্চায়েতে রেকর্ড সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধীরা ৷ এক তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়েই মামলা হয় সু্প্রিম কোর্টে ৷ সেই মামলায় ৩ জুলাই প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ৬ অগস্ট পঞ্চায়েত নিয়ে কিছু একটা নির্দেশ তারা দেবে ৷ তবে নির্ধারিত দিনে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনুপস্থিত থাকায় মামলার শুনানি আগামী সোমবার অবধি মুলতুবি রাখে সুপ্রিম কোর্ট ৷

    First published:

    Tags: Panchayat board, Panchayat Board Notification, Panchayat Election, Panchayat Election 2018, Subrata Mukherjee