১২৫ শতাংশ হারে ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
Last Updated:
#কলকাতা: ডিএ বাড়ছে ১২৫ শতাংশ হারে ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷ সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ১৮ শতাংশ ডিএ-এর সঙ্গে ১০ শতাংশ হারে অতিরিক্ত অন্তর্বতীকালীন ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য ৷ ১০ শতাংশ অন্তর্বর্তী ভাতা ৭ শতাংশ মহার্ঘ ভাতার সমান ৷ সেই হিসেবে ডিএ বাড়ল ২৫ শতাংশ। এবার সুখবর অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মচারীদের জন্য ৷
রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ১২৫ শতাংশ ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ৷ ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরা ৷ এই বর্ধিত ডিএ-এর সুবিধা পাবেন রাজ্য সরকারের যেকোনও দফতর থেকে অবসরপ্রাপ্ত কর্মী, পুরসভা, পঞ্চায়েতের অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৷ সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীও এই বর্ধিত ডিএ-র অধিকারী হবেন ৷
advertisement
বর্তমানে ১০০ শতাংশ হারে ডিএ পান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ৷ তবে আগামী জানুয়ারি মাস থেকে অন্তর্বর্তীকালীন আর্থিক সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন
ডিএ বৃদ্ধি ঘোষণায় স্বাভাবিক ভাবেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া। কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠনের অবশ্য দাবি, ২০১৯ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়েই এখন ডিএ বাড়ানো হল।
advertisement
এবার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর আর কোনও ফারাক থাকল না। আগামী নভেম্বরের মধ্যেই বেতন কমিশন রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। সেক্ষেত্রে, বেতন কাঠামো পরিবর্তনেরও সম্ভাবনা থাকছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2018 4:54 PM IST