মাদার টেরেসার ভারতরত্ন কেড়ে নেওয়া হোক, দাবি তুলল RSS
Last Updated:
#নয়াদিল্লি: মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটি-এর বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ ৷ এই ঘটনায় মন্তব্য-পাল্টা মন্তব্যে উত্তাল জাতীয় রাজনীতি ৷ মাদার টেরেসার নোবেল কেড়ে নেওয়ার দাবি তুলে এবার সেই বিতর্কে ঘৃতাহুতি করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ৷
মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ করে আসছে আরএসএস ৷ তাদের মতে, আসলে সমাজসেবার আড়ালে ধর্মান্তকরণের কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থা ৷ রাঁচির নির্মল হৃদয় আশ্রম থেকে শিশু বিক্রির অভিযোগ উঠতেই ফের সরব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ৷
শুধু রাঁচিতেই নয়, নির্মল হৃদয়ের সব হোমেই ধর্মান্তকরণ, শিশুবিক্রি এমনকি নাবালিকাদের যৌন হেনস্থা করা হয় বলে মত সঙ্ঘের ৷ তাই এমন দুর্নীতির অভিযোগ যে সংস্থার নামে তাঁর প্রতিষ্ঠাতা মাদার টেরেসা কখনই ভারতরত্নের মতো সম্মানীয় পুরস্কারের অধিকারী হতেই পারেন না বলে জোর দাবি তুলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ৷
advertisement
advertisement
আরও পড়ুন
বৃহস্পতিবারই মাদার টেরেসা বিতর্কে কেন্দ্রকে টুইটারে প্রবল তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘মাদার টেরেসাকে অপমান করা হচ্ছে ৷ সিস্টারদের টার্গেট করা হচ্ছে ৷ মিশনারিজ অফ চ্যারিটি তাদের কাজ করুক ৷’ একইসঙ্গে তিনি আরও বলেন, মাদার টেরেসা নিজে মিশনারিজ অফ চ্যারিটি গঠন করেন। এখন তাদেরও ছাড়া হচ্ছে না। মিশনারিজ অফ চ্যারিটিকে বদনাম করার ঘৃণ্য প্রচেষ্টা। সিস্টারদের টার্গেট করা হচ্ছে। বিজেপি কাউকে ছাড়ছে না। অত্যন্ত নিন্দাজনক। গরিব মানুষের জন্য মিশনারিজ অফ চ্যারিটি তাদের কাজ চালিয়ে যাক।
advertisement
মমতার মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরএসএস-এর তরফে উঠল মাদার টেরেসার ভারতরত্ন কেড়ে নেওয়ার দাবি ৷
Location :
First Published :
July 13, 2018 3:48 PM IST