সেই নস্ট্যালজিয়া আবারও, কলকাতার রাজপথে নামছে ডবল ডেকার

Last Updated:

সাদা-কালো পুরনো সেই কলকাতাটা ৷ যেখানে শ্যামবাজারের নেতাজী হয়ে, বাবুবাঘাটের চুল এলোমেলো দমকা হাওয়া, গড়িয়াহাটের দর কষাকষি.... আর পাশ দিয়ে হুস করে চলে যাওয়া লাল লাল সেই বাসগুলো... অনেকটা দমকলের গাড়ির মতো ৷ তবু সেই বাসের মধ্যেই হুড়মুড়িয়ে ঢুকে পড়া এক গাদা স্মৃতি, ছোটবেলার বাদাম ভাজা হয়ে গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়া ৷

#কলকাতা: সাদা-কালো পুরনো সেই কলকাতাটা ৷ যেখানে শ্যামবাজারের নেতাজী হয়ে, বাবুবাঘাটের চুল এলোমেলো দমকা হাওয়া, গড়িয়াহাটের দর কষাকষি.... আর পাশ দিয়ে হুস করে চলে যাওয়া লাল লাল সেই বাসগুলো... অনেকটা দমকলের গাড়ির মতো ৷ তবু সেই বাসের মধ্যেই হুড়মুড়িয়ে ঢুকে পড়া এক গাদা স্মৃতি, ছোটবেলার বাদাম ভাজা হয়ে গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়া ৷
সবগুলো নস্টালজিয়াকে যেন সান্তার ঝুলির মধ্যে পুড়ে শীতের অনেকদিন আগেই এসে পড়ল তিলোত্তমার রাস্তায় ৷ ‘প্রেমিকা’ কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘‘কবিতাকে আমি ভুলে থাকি যদি\অমনি সে রেগে হঠাৎ আমায়\ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয়’’ ৷ একবার ঋতুপর্ণ ঘোষের স্মৃতিচারণায় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের কথাতেও উঠে এসেছিল ডবল ডেকার বাসের কথা ৷ অপরাজিতা কোনওদিন সময়ে সেটে পৌঁছাতেন না ৷ সে কারণে ঋতুপর্ণ তাঁকে বলেছিলেন, ‘‘তুই ডবল ডেকার বাসের তলায় চাপা পড়ে মর...৷’’ বাসের তলায় চাপা পড়লে তো যে কেউ মরবে ৷ কিন্তু অপরাজিতার চেহারা ভারী বলে তাঁকে দোতলা বাসের নীচেই চাপা পড়ার ‘পরামর্শ’ দিয়েছিলেন ঋতুপর্ণ ৷ কলকাতাবাসীর মনে এমনভাবেই গেঁথে ছিল ডবল ডেকার ৷
advertisement
কলকাতার রাস্তায় ডবল ডেকার ৷ ছবি: সংগৃহীত কলকাতার রাস্তায় ডবল ডেকার ৷ ছবি: সংগৃহীত
advertisement
সেই ডবল ডেকার...৷ আজকের মধ্যবয়স্ক\মধ্যবয়স্কার মেমরি লেনে যার অবাধ চলাচল, সেই নস্ট্যালজিয়ার হাত ধরে আবার আসতে চলেছে ডবল ডেকার ৷ অবশ্যই যুগের সঙ্গে পাল্লা দিয়ে ৷ আর অবশ্যই অত্যাধুনিক সাজে ৷ সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া সেই ডবল ডেকারকে আবারও কলকাতার রাজপথে আনতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার ৷ পরিবহন দফতর সূত্রে খবর, প্রথমিকভাবে কয়েকট বাস নামানো হবে ৷ প্রাথমিকভাবে এই বাস চালানো হবে রাজারহাট-নিউটাউনের বুকে। বিশেষত, ইকোপার্ক এলাকায়। পরবর্তীকালে সমস্ত রুটেই চলবে এই বাস ৷ যুগের সঙ্গে তাল মেনে আধুনিকও হচ্ছে ডবল ডেকার ৷ গোটা বাসটিই হবে শীতাতপ নিয়ন্ত্রিত ৷ সঙ্গে থাকতে পারে ক্যাফেটেরিয়াও ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
সেই নস্ট্যালজিয়া আবারও, কলকাতার রাজপথে নামছে ডবল ডেকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement