#কলকাতা: মণ্ডপে প্রতিমা দশ হাতে সব সামলায়। এক প্রতিমা এমনও আছেন, যাঁর দু’হাতে দশ হাতের শক্তি। নিমতা হাওড়া রুটে বাসের স্টিয়ারিং বশ মেনেছে প্রতিমার কাছে। স্বামী-সন্তানের মুখে ভাত তুলে দিতে প্রতিমা পোদ্দার দু’হাতেই দশভুজা। প্রতিমাকে মনে করে থিম তৈরি করেছে উত্তর কলকাতার নর্থ ত্রিধারা পুজো কমিটি।পেটের টানে সাধারণ নারী এখন বাস ড্রাইভার। নর্থ ত্রিধারার মণ্ডপে মাটির প্রতিমা হাসছে। আর বাস্তবের প্রতিমা বলছেন জীবনের গল্প। ট্যাক্সির দরজা, বাসের স্টিয়ারিং, চাকা-র মত ইনস্টলেশনের কোলাজ। প্রত্যেক কোণে প্রতিমাদের হাসি মুখে নীরব আস্ফালন। বাস্তবের প্রতিমার হাতে চোখ ফুটল মাটির প্রতিমার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2019, Durga Puja Theme 2019, North tridhara puja, North tridhara puja pandel 2019 theme, Puja 2019