একহাতে চালান বাস অন্যহাতে সংসারও, দশভুজা প্রতিমার জীবনই নর্থ ত্রিধারার থিম
Last Updated:
সব প্রতিমা মণ্ডপে থাকে না। তাঁরা থাকেন নিজের জগতে। হাঁটেন চেনা বৃত্তের বাইরে। তেমনই প্রতিমা... প্রতিমা পোদ্দার।
#কলকাতা: মণ্ডপে প্রতিমা দশ হাতে সব সামলায়। এক প্রতিমা এমনও আছেন, যাঁর দু’হাতে দশ হাতের শক্তি। নিমতা হাওড়া রুটে বাসের স্টিয়ারিং বশ মেনেছে প্রতিমার কাছে। স্বামী-সন্তানের মুখে ভাত তুলে দিতে প্রতিমা পোদ্দার দু’হাতেই দশভুজা। প্রতিমাকে মনে করে থিম তৈরি করেছে উত্তর কলকাতার নর্থ ত্রিধারা পুজো কমিটি।
পেটের টানে সাধারণ নারী এখন বাস ড্রাইভার। নর্থ ত্রিধারার মণ্ডপে মাটির প্রতিমা হাসছে। আর বাস্তবের প্রতিমা বলছেন জীবনের গল্প। ট্যাক্সির দরজা, বাসের স্টিয়ারিং, চাকা-র মত ইনস্টলেশনের কোলাজ। প্রত্যেক কোণে প্রতিমাদের হাসি মুখে নীরব আস্ফালন। বাস্তবের প্রতিমার হাতে চোখ ফুটল মাটির প্রতিমার।
সব প্রতিমা মণ্ডপে থাকে না। তাঁরা থাকেন নিজের জগতে। হাঁটেন চেনা বৃত্তের বাইরে। প্রতিমা... প্রতিমা পোদ্দার। নিমতা-হাওড়া রুটের বাসের স্টিয়ারিংটা যাঁর হাতে বশ। শুধু দেবীপক্ষ নয়। প্রতিমার লড়াইটা প্রতিদিন.. তাঁর জেদে বধ অভাব-অসুর ৷ রক্ত-ঘাম-শ্রমে প্রতিমারা প্রতিদিন দুর্বার। ওই বাসটার যাত্রীরা হয়ত চেনেন। তবে প্রতিমাকে অনেকে চেনেনও না। দুর্বার দুর্গাকে চেনাবে নর্থ ত্রিধারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2019 2:37 PM IST