মাধ্যমিকের মেধাতালিকায় দক্ষিণকে টেক্কা দিল উত্তরের জেলাগুলো
Last Updated:
প্রতিবারের মত এবারেও মাধ্যমিকে জেলার জয়জয়কার৷ আর জেলাগুলির মধ্যে এবার চওড়া হাসি উত্তরবঙ্গের৷ দক্ষিণকে টেক্কা দিল উত্তরের জেলাগুলো৷ কারণ শুধুমাত্র প্রথম স্থানাধিকারীই নয়, একের পর এক সফল প্রার্থী উত্তরবঙ্গের জেলাগুলিরই৷
#কলকাতা: প্রতিবারের মত এবারেও মাধ্যমিকে জেলার জয়জয়কার৷ আর জেলাগুলির মধ্যে এবার চওড়া হাসি উত্তরবঙ্গের৷ দক্ষিণকে টেক্কা দিল উত্তরের জেলাগুলো৷ কারণ শুধুমাত্র প্রথম স্থানাধিকারীই নয়, একের পর এক সফল প্রার্থী উত্তরবঙ্গের জেলাগুলিরই৷ পাশের হারের নিরিখে যদিও প্রথম পূর্ব মেদিনীপুর, কিন্তু মেধা তালিকায় একের পর এক নাম উঠে এসেছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং,ও মালদার৷ নতুন জেলা কালিম্পং-এ পাশের হার এবার ৮৬.৯৫%, যা অত্যন্ত প্রশংসনীয় বলেই উল্লেখ করেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ প্রথম ১০শে ৫৬জনের মধ্যে ২৪জনই উত্তরবঙ্গে৷
এক নজরে মেধা তালিকায় উত্তরবঙ্গের জেলাগুলোর সাফল্য-
advertisement
কোচবিহার-উল্লেখযোগ্য এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সুনিতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯৷তৃতীয় স্থানে সুনিতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৭৷পঞ্চম স্থানে আবারও সুনিতি অ্যাকাডেমির অঙ্কিতা দাস৷ ষষ্ঠ দিনহাটা হাইস্কুলের সুমিত বাগচী৷ সপ্তম স্থানে মহশ্বেতা হোমরায়৷ অষ্টম স্থানে অন্যান্যদের মধ্যে রয়েছে কোচবিহারের দেবস্মিতা দে৷
advertisement
জলপাইগুড়ি -তৃতীয় স্থানে নীলব্জা দাস ও মৃণ্ময় মণ্ডল৷ ষষ্ঠ জলপাইগুড়ির সেন্ট্রাল হাইস্কুলের নিধি চৌধুরী ৷ নবম স্থানে কোচবিহারের ঐতিহ্য সাহা৷ দশম স্থানে বৈতুর্য বিশ্বাস, সুমন কুমার সরকারও কোচবিহারের৷
দক্ষিণ দিনাজপুর-সপ্তম স্থানে রয়েছে পারমিতা মণ্ডল৷ অষ্টম স্থানে যমুনা নার্গিস৷
দার্জিলিং-নবম স্থানে রয়েছে সায়ন্তিকা রায়৷
মালদা-অষ্টম স্থানে অরিন্দম সাহা৷ নবম স্থানে অম্লান ভট্টাচার্য, সায়ন্তন চৌধুরী, মহম্মদ রফিকুল হাসান৷ দশম স্থানে মীর মহম্মদ ওয়াসির, অরিত্র সরকার, তণ্ময় ফিরদৌস৷
advertisement
আলিপুরদুয়ার- অষ্টম স্থানে তাপস দেবনাথ৷ দশম স্থানে নিমরৌজ সরকার৷
আরও পড়ুন মাধ্যমিকে ফের জেলার জয়, কমলো পাশের হার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2018 11:07 AM IST