Noapara Metro Station: নোয়াপাড়া মেট্রোর কারশেডে, মধ্য রাতে তিন বিদেশির সন্দেহজনক ঘোরাফেরা! RPF-এর হাতে চমকে দেওয়া তথ্য!

Last Updated:

Noapara Metro Station: প্রায় মধ্যরাতে তিন বিদেশি মেট্রোর কারশেডে কেন ঘোরাফেরা করছিল? কারণ জানলে চমকে যাবেন!

photo source collected
photo source collected
কলকাতা:  মেট্রোর কারশেডে গ্রেফতার তিন বিদেশি। রাতে সন্দেহজনকভাবে কারশেডে ঘোরাফেরার অভিযোগে ওই তিন বিদেশিকে গ্রেফতার করেছে আরপিএফ। তিন তারিখ রাত প্রায় ১১টা ১০ মিনিট নাগাদ, নোয়াপাড়া কারশেডের বেলঘরিয়া গেটের কাছে টহল দিচ্ছিলেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। সেই সময় তিন বিদেশিকে সংরক্ষিত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান আরপিএফ  কর্মীরা।
এদিকে আরপিএফ কর্মীদের দেখে পালাবার চেষ্টা করে ওই বিদেশিরা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চারটি ক্যামেরা, একটি টর্চ, স্প্রে পেইন্ট এবং বিভিন্ন রঙে ভর্তি কয়েকটি ব্যাগ পাওয়া যায়। রেলওয়ে আইন অনুযায়ী তাদের হেফাজতে নেওয়া হয়। জেরায় জানা যায় মেট্রোয় গ্রাফিটি করতে চেয়েছিল। তবে বিনা অনুমতিতে এমন কাজ কেন? ইতিমধ্যেই এই বিষয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে। প্রত্যেকের বয়স ৩০ এর কাছাকাছি!
advertisement
advertisement
আরও পড়ুন: 
শুধুই কী এত রাতে ছবি আঁকার উদ্দেশ্যে এসেছিল এই তিন বিদেশি? নাকি এর পিছনে ছিল কোনও অন্য কারণ? সেই বিষয়ে খোঁজ চলছে। তবে এভাবে লুকিয়ে কেন করতে চাইল তারা এই কাজ! মেট্রোর অনুমতি কেন নেয়নি এই বিদেশিরা? তাছাড়া এভাবে আইন না মানার পিছনে কী কারণ থাকতে পারে! সব কিছু নিয়ে সন্দেহ বাড়ছে! পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে!
advertisement
ABIR GHOSHAL 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Noapara Metro Station: নোয়াপাড়া মেট্রোর কারশেডে, মধ্য রাতে তিন বিদেশির সন্দেহজনক ঘোরাফেরা! RPF-এর হাতে চমকে দেওয়া তথ্য!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement