'একদিকে SIR-এ নাম তুলবেন অন্যদিকে মেলা, উৎসব পালন করবেন!' নেতাজি ইন্ডোর থেকে রাজ্যবাসীকে অভয় মুখ্যমন্ত্রীর

Last Updated:

এসআইআর নিয়ে অযথা ভয় না পেয়ে মেলা, বড়দিন,গঙ্গাসাগর, রমজান প্রভৃতি উৎসবে রাজ্যবাসীকে সামিল হওয়ার আহবান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বললেন মমতা?
কী বললেন মমতা?
কলকাতা: এসআইআর নিয়ে অযথা ভয় না পেয়ে মেলা, বড়দিন,গঙ্গাসাগর, রমজান প্রভৃতি উৎসবে রাজ্যবাসীকে সামিল হওয়ার আহবান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলন থেকে বাংলায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এগিয়ে আছে সে কথাও জানান।
এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় থেকে ব্যবসা করা যায়। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ একাধিক রাজ্যের সঙ্গে আমাদের সীমান্ত আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আয়তন এত বেশি যে প্রচুর মানুষ এখানে কাজ করেন। MSME তে আমাদের রাজ্য এগিয়ে আছে।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “রাজ্য ৩৬ প্রোডাক্টে এখনও অবধি জিআই পেয়েছে। রাজ্যের যে শিল্প ও অবদান আছে তাতে রাজ্য ৩৬০০ পেতে পারে। আগামীদিনেও মানুষ যাতে এটা জানতে পারে সেটা জানাতে হবে।”
রাজ্যে
এরপরেই কেন্দ্র সরকারকে বিঁধে তিনি জানান, রাজ্য অনেক টাকা পেলেও তা দিচ্ছে না কেন্দ্র সরকার। এই প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে আমাদের নামে খালি সমালোচনা করে। কেন্দ্রীয় সরকার নীতি আয়োগ বানাল। আমরা বেকারত্ব কমিয়ে দিয়েছি ৪০% এটা সেই নীতি আয়োগের রিপোর্ট।”
advertisement
একইসঙ্গে বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, “নেই কাজ তো খই ভাজ। ওরা নানা কথা বলে। আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা আছে। রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প আছে। সব ক’টাই চলছে।”
এরপরেই তিনি এসআইআর প্রসঙ্গ তোলেন। সেখানেই রাজ্যবাসীকে অভয় দিয়ে বলেন, “একদিকে এসআইআরে নাম তুলবেন। আর একদিকে মেলা, উৎসব, চলবে। সেখানে যাবেন। বড়দিন, গঙ্গাসাগর, রমজান আসবে। আর তারপরেই ইলেকশন এসে যাবে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'একদিকে SIR-এ নাম তুলবেন অন্যদিকে মেলা, উৎসব পালন করবেন!' নেতাজি ইন্ডোর থেকে রাজ্যবাসীকে অভয় মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement