হোম /খবর /কলকাতা /
দেশের সেরা জেলা হাসপাতালের শিরোপা পেল এম আর বাঙ্গুর, স্বীকৃতি দিল নীতি আয়োগ

M R Bangur Hospital: দেশের সেরা জেলা হাসপাতালের শিরোপা পেল এম আর বাঙ্গুর, স্বীকৃতি দিল নীতি আয়োগ

নীতি আয়োগের স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর হাসপাতাল৷

নীতি আয়োগের স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর হাসপাতাল৷

এক সময় টালিগঞ্জের এই এম আর বাঙ্গুর হাসপাতাল স্থানীয়দের মুখে ভাঙ্গর হাসপাতাল হিসেবে পরিচিত ছিল। কথিত ছিল, এই হাসপাতালের কেউ ঢুকলে জীবিত হয়ে আর বেরোয় না (M R Bangur Hospital)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যের মুকুটে নতুন পালক। কেন্দ্র-রাজ্য যতই দ্বন্দ্ব চলুক তার প্রভাব কিন্তু পড়ল না এই মূল্যায়নে। দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হাসপাতাল হিসেবে কেন্দ্রীয় নীতি আয়োগের স্বীকৃতি পেল টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতালকে।

পরিকল্পনা এবং নীতি নির্ধারণ সংক্রান্ত কেন্দ্রীয় শীর্ষ সংস্থা নীতি আয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে, দেশের মধ্যে সেরা জেলা হাসপাতালের শিরোপা জিতেছে বাঙ্গুর হাসপাতাল।

এক সময় টালিগঞ্জের এই এম আর বাঙ্গুর হাসপাতাল স্থানীয়দের মুখে ভাঙ্গর হাসপাতাল হিসেবে পরিচিত ছিল। কথিত ছিল, এই হাসপাতালের কেউ ঢুকলে জীবিত হয়ে আর বেরোয় না। ভগ্নস্তূপে পরিণত হয়েছিল এই হাসপাতাল। কিন্তু গত প্রায় দু'দশক ধরে এই হাসপাতালের অভূতপূর্ব উন্নতি হয়েছে। আর প্রায় গত দেড় বছর ধরে করোনা চিকিৎসায় এই হাসপাতাল শ্রেষ্ঠত্বের দাবিদার। গরিব নিম্নবিত্ত মানুষ শুধু নয় মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণির মানুষের কাছেও করোনা চিকিৎসার অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছিল এই হাসপাতাল। করোনা আক্রান্তদের সুস্থ করতে এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। বিভিন্ন সামাজিক মাধ্যমে এখানকার চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মীদের ভাল চিকিৎসা পরিষেবা দেওয়ার অকুণ্ঠ প্রশংসা জানিয়েছিলেন সাধারণ মানুষ।

যদিও কেন্দ্রীয় নীতি আয়োগ করোনা চিকিৎসার জন্য বাঙ্গুর হাসপাতালকে এই স্বীকৃতি দেয়নি। বরং ২০১৮-১৯ সালে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান এবং বেড ভর্তি থাকার হারের উপরেমূল্যায়ন করে তারা এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দেশের জেলা হাসপাতাল গুলির মূল্যায়ন করতে গিয়ে ২০০ শয্যা, ৩০০ শয্যা এবং ৩০০-র অধিক শয্যা- এই তিন ভাগে ভাগ করে মূল্যায়ন করা হয়েছিল। ২০১৮-১৯ সালে বাঙ্গুর হাসপাতালের মোট বেডের সংখ্যা ছিল ১১০৫। মেডিক্যাল কলেজ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র জেলা হাসপাতাল হয়ে ধারাবাহিকভাবে রোগীদেরকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য কেন্দ্রীয় নীতি আয়োগের থেকে প্রশংসা আদায় করে নিয়েছে এই হাসপাতাল।

ওই বছরে ডেইলি বেড অকুপেন্সি রেট বা দৈনিক মোট বেডে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৯৯.১৯ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, 'এটা অত্যন্ত গর্বের বিষয়। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থাকে বহু সময় বহু সমালোচনার শিকার হতে হয়েছে তবু তার মধ্যেও দক্ষিণ ২৪ পরগণা জেলা হাসপাতাল হিসাবে টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতাল যে স্বীকৃতি পেয়েছে তা অত্যন্ত সম্মানজনক। আমরা সমস্ত জেলা হাসপাতালেই আরও ভালো পরিকাঠামো তৈরির চেষ্টা করব।'

অন্যদিকে টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতালের সুপার শিশির নস্কর জানিয়েছেন, আমরা সব সময়ই ভালো কাজ করতে বদ্ধপরিকর। গত দেড় বছর ধরে করোনা পর্বে এখানকার চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা দাঁতে দাঁত চেপে প্রতিমুহূর্তে লড়াই চালিয়েছেন। বহু চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েও লড়াই থেকে এক মুহূর্তের জন্য পিছিয়ে আসেননি। এটা একটা সম্মিলিত প্রয়াসে আসা সাফল্য৷ হাসপাতালের একেবারে নিচুতলার কর্মী থেকে শুরু করে চিকিৎসক নার্স শীর্ষ আধিকারিক সবাই এই কৃতিত্বের ভাগিদার৷ আমাদের হাসপাতালকেও এক সময় বহু সমালোচনার শিকার হতে হয়েছিল তবু তারই মাঝে এই ধরনের সম্মান আমাদের আগামী দিনে আরও ভালো কাজ করতে পথ দেখাবে। আমরা সবসময়ই চাই যাতে যে কোনও রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান এবং তার জন্য আমরা আমাদের সবটুকু দিতে প্রস্তুত। কেন্দ্রীয় নীতি আয়োগের এই সম্মান আমাদের কাছে অত্যন্ত ভালো খবর। এই সম্মান এখানকার চিকিৎসক, নার্স থেকে শুরু করে প্রত্যেক স্বাস্থ্যকর্মীদের প্রাপ্য।'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Niti aayog