Nishit Pramanik: অমিতের ডেপুটি হলেন নীশীথ, বাংলার চার মন্ত্রীকেই গুরুত্ব, কে কোন দায়িত্ব পেলেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের গুরুত্বপূর্ম দায়িত্ব পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ তবে সবথেকে গুরুত্ব পেয়েছেন নীশীথ প্রামাণিকই (Nishit Pramanik)৷
#দিল্লি: প্রতিমন্ত্রী করা হলেও বাংলার চার সাংসদকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল৷ চার জনের মধ্যে সবথেকে গুরুত্ব পেয়েছেন নীশীথ প্রামাণিক৷ তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে৷
বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে৷
বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের গুরুত্বপূর্ম দায়িত্ব পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে৷
advertisement
বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন সফল না হলেও এ রাজ্যকে যে এখনও যথেষ্ট গুরুত্বই দিচ্ছেন মোদি- শাহরা, তা চার মন্ত্রীর দফতর বণ্টনের মধ্যেই স্পষ্ট৷ পূর্ণমন্ত্রী না করায় চার সাংসদকে কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তা নিয়ে রাজ্য বিজেপি-র অন্দরেও সংশয় ছিল৷
advertisement
মোদি মন্ত্রিসভায় এতদিন বাংলা থেকে দুই প্রতিমন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী৷ বাবুল ছিলেন বন ও পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী৷ আর দেবশ্রী ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে৷ সেই তুলনায় নতুন চার মন্ত্রীকেই যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হল তা বলার অপেক্ষা রাখে না৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নীশীথ ছাড়াও আরও দু' জন প্রতিমন্ত্রী রয়েছেন৷ তা সত্ত্বেও তাঁর এই দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ বিশেষত বাংলা থেকে নির্বাচিত সাংসদকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2021 10:48 PM IST