Nicco Park: নিকো পার্কের ওয়াটার পার্কে যুবকের ভয়াবহ মৃত্যু হল কীভাবে? পুলিশের সামনে তিনটি গাফিলতি! শুনে আঁতকে উঠবেন

Last Updated:

Nicco Park: জানা গিয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ সাতজন বন্ধুবান্ধব মিলে নিকো পার্কে আসেন। ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের নিচে স্নান করতে নামেন।

কী কারণে মৃত্যু নিকো পার্কে?
কী কারণে মৃত্যু নিকো পার্কে?
কলকাতা: বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে ঘুরতে গিয়ে বুধবার মৃত্যু হয়েছিল রাহুল দাস নামে এক যুবকের। ওই ঘটনায় এবার ছেলের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হল পরিবার। নিকো পার্ক কর্তৃপক্ষের দাবি, ওয়াটার পার্কে স্নান করার সময় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ
advertisement
জানা গিয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ সাতজন বন্ধুবান্ধব মিলে নিকো পার্কে আসেন। ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের নিচে স্নান করতে নামেন। সূত্রের খবর, পার্ক কর্তৃপক্ষ দেখে বন্ধুবান্ধবরা তাঁকে ধরে জল থেকে তুলে নিয়ে আসছে। তা দেখে পার্ক কর্তৃপক্ষের তরফে ওই যুবকের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নিচিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে যুবকের।
advertisement
advertisement
এরপরই পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন রাহুলের বাবা। নিকো পার্কের গাফিলতির তিনটে তথ্য উঠে আসছে পুলিশের কাছে। সেগুলি খতিয়ে রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
১) পার্কে নির্দিষ্ট প্রতিদিনের মতো চিকিৎসক থাকার কথা। কিন্তু গতকাল সেই চিকিৎসক ছিল না বলে অভিযোগ উঠেছে। যদিও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করছে। সেই বিষয়টা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ
২) পরিবার যে অভিযোগ করেছে, তাতে বলা হচ্ছে, ঘটনা ঘটার পরে অ্যাম্বুল্যান্স আসতে দেরি করেছিল। কিন্তু আদতে পার্ক কর্তৃপক্ষ সেই কথা অস্বীকার করেছে। সিসিটিভি ফুটেজ দিয়ে তারা জানিয়েছে, ঘটনা ঘটার সঙ্গেসঙ্গে অ্যাম্বুল্যান্সে করে রাহুলকে নিয়ে যাওয়া হয়েছিল বেসরকারি হাসপাতালে, কোনও সরকারি হাসপাতালে নয়।
advertisement
৩) পরিবারের আরও অভিযোগ, ঘটনা ঘটার পরে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার আগের মুহূর্ত রাহুলের বন্ধুবান্ধবরা বুকে চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পার্ক কর্তৃপক্ষ ছুঁতে দেইনি। এক্ষেত্রে পার্ক কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্টভাবে কীভাবে বুকে চাপ দিতে হয়, সেটা সবাই জানে না। ফলে আরও খারাপ ঘটনা ঘটতে পারত। সেই কারণে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল পার্ক কর্তৃপক্ষ। যাতে তাড়াতাড়ি রাহুল দাস সুস্থ হয়ে ওঠে।
advertisement
এই সমস্ত ঘটনা নিয়ে বন্ধুদের বয়ান নেওয়া হয়েছে। সঙ্গে পার্ক কর্তৃপক্ষের বয়ানও নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আবারও পার্কের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nicco Park: নিকো পার্কের ওয়াটার পার্কে যুবকের ভয়াবহ মৃত্যু হল কীভাবে? পুলিশের সামনে তিনটি গাফিলতি! শুনে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement