Newtown News: নিউটাউনে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক টোটো চালক, রহস্যভেদ সিসিটিভি ফুটেজে! কী ঘটেছিল সেই রাতে? শুনে শিউরে উঠবেন

Last Updated:

Newtown News: নিউটাউন পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তির আসল বাড়ি নদিয়ায়। তবে, সে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ব্রেক থ্রু পুলিশের।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: নিউটাউনের লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার। অবশেষে সেই ঘটনায় মূল অভিযুক্ত এক টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। যে টোটো-তে ওই নাবালিকাকে তোলা হয়েছিল, সেই টোটো-টিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
নিউটাউন পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তির আসল বাড়ি নদিয়ায়। তবে, সে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ব্রেক থ্রু পুলিশের।
সূত্রের খবর, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শ্বাস রোধ করে খুন করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। সূত্রের খবর, নাবালিকার শরীরে ছিল একাধিক আঁচড়ের দাগ, বুকে নখের আঁচর, মুখের কোণে রক্তের দাগ, নাকের হাড় বেঁকে গিয়েছিল। পরিবারের তরফে যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, তাতে খুনের ধারা যুক্ত করে এফআইআর করা হয়েছে। এরপর পুলিশ খুনের সঙ্গে পকসো ধারা যোগ করে মামলা রুজু করেছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নাবালিকা ওই টোটোতে উঠছে। এরপর নাবালিকাকে নিয়ে আসা হয় নিউটাউনের সোনাঝুরি হাটের কাছে। তারপর নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁর মুখ চেপে ধরা হয়। এরপর পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছে, নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে টোটো-তে তোলে সে। এরপরই ঘটায় সেই ভয়ঙ্কর ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown News: নিউটাউনে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক টোটো চালক, রহস্যভেদ সিসিটিভি ফুটেজে! কী ঘটেছিল সেই রাতে? শুনে শিউরে উঠবেন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement